ঠাকুরগাঁওয়ে বিবাহ, তালাক, রেজিস্ট্রেশন এবং বাল্যবিবাহ প্রতিরোধ শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মানব কল্যান পরিষদ এর আয়োজনে এবং মাদারীপুর লিগাল এইড এসোসিয়েশন মানুষের জন্য ফাউন্ডেশন এর সহযোগিতায় গতকাল সোমবার সকালে মানব কল্যান পরিষদ প্রশিক্ষণ কেন্দ্রে এ কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা মেজিস্ট্রেট রামকৃষ্ণ বর্মণ। এসময় অরো বক্তব্য দেন জেলা রেজিষ্টার আবু তালেব সরকার, ঠাকুরগাঁও প্রেসক্লাব সভাপতি মনসুর আলী, মানব কল্যাণ পরিষদের প্রকল্প সমন্বয়কারী সাদেকুল ইসলাম।
কর্মশালায় জানানো হয়, করোনাকালীন সময়ে গত এক বছরে জেলায় ১শ ৯২টি বাল্যবিবাহ ঘটনা প্রতিরোধ করা হয়েছে, ৫৭ টি বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে। এছাড়াও পারিবারিক বিরোধ নিস্পত্তি করা হয়েছে ১৫৭ টি।