জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষ্যে নকলা উপজেলা প্রশাসনের উদ্যোগে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । ৬ অক্টোবর সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহ মোঃ বোরহান উদ্দিন।
আলোচনা সভায় আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আম্বিয়া খাতুন, সাধারন সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মোঃ শফিকুল ইসলাম জিন্নাহ, উপজেলা ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার , পৌর মেয়র হাফিজুর রহমান লিটন ও নির্বাচন অফিসার তারিক আজিজ প্রমুখ বক্তব্য রাখেন। সভা শেষে একটি র্যালী উপজেলা সদরের গুরুত্বপূর্ণ রাস্তা সমূহ প্রদক্ষিণ করে।