সুব্রমানিয়াম স্বামীরা স্বামীধনের মতই
সরাসরি বাংলাদেশ দখলের হুমকি দিয়েছে ।পতিপ্রাণা স্ত্রী আদর্শ স্ত্রীর মতই নীরব রয়েছে ।
এটি যদি একটু ভিন্ন ভাষায় অনুবাদ করেন তবে তা হবে নিম্নরূপ :
ইন্ডিয়া এবং তাদের গোয়েন্দা সংস্থা র আওয়ামী লীগ সরকারের অ*🙏কোষটিতে মিহি সূতা প্যাচিয়ে অপর প্রান্তটি নিজ হাতে রেখে মাঝে মাঝে টান দিচ্ছে !
মজার বিষয় , হলো এই সূতোর টানটি শুধু আমরাই দেখছি না , ইন্ডিয়ার সাধারণ জনগণও তা মালুম করা শুরু করেছে এবং দ্বিধাহীন চিত্তে আনন্দের সাথে
তা বলে বেড়াচ্ছে !
গত ২১শে অক্টোবর ইন্ডিয়ার The Quint নামের একটি বহুল প্রচারিত
ওয়েব পোর্টালে “ Sheikh Hasina May Coddle( মাত্রাতিরিক্ত সোহাগ দেখানো ) India now , But She Could Also be a Handful ( অবিশ্বস্ত ,চতুর ) “ – এই শিরোনাম একটি আর্টিকেল প্রকাশ করেছে । পুরো আর্টিকেলটি পড়লে প্রত্যেক বাংলাদেশী সূতোর এই টানটি/ ব্যথাটি অনুভব করবেন ।
কমেন্টসে লিংকটি দেয়া হলো । আমি সেখান থেকে শুধুমাত্র একটি প্যারা আপনাদের জ্ঞাতার্থে উল্লেখ করছি ।
“ India wields more influence in Bangladesh than the Security Council’s five permanent members put together. The Research and Analysis Wing (RAW) is the most dreaded outfit in the neighbouring country surpassing even the brutally unforgiving RAB. Hasina lives in mortal fear of RAW. She knows that she will be toppled if she displeases India. So she has adopted the policy of pleasing India to retain power at any cost. “
অর্থাৎ , নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যের চেয়ে বাংলাদেশে ভারতের প্রভাব বেশি। রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং (RAW) প্রতিবেশী দেশের সবচেয়ে ভয়ঙ্কর সংস্থা যারা নির্মমতায় ক্ষমাহীন র্যাবকেও ছাড়িয়ে গেছে। শেখ হাসিনা মূলত: RAW-এর ভয়ে বাস করছেন। তিনি জানেন যে তিনি ভারতকে অসন্তুষ্ট করলে তাঁর পতন নিশ্চিত । তাই তিনি যে কোনো মূল্যে ক্ষমতা ধরে রাখতে ভারতকে খুশি করার নীতি গ্রহণ করেছেন। “
এটাই এখন করুণ বাস্তবতা । এখন শুধু আওয়ামী লীগের অ*কোষটিই বাঁধা পড়ছে না – পুরো দেশটির সেই মূল্যবান জিনিসটি আটকে গেছে !
কোনো সমস্যা থেকে উত্তরণের প্রথম ধাপটি হলো সেই সমস্যাটির অস্তিত্ব সম্পর্কে ওয়াকেবহাল হওয়া ।
সমস্যাটি যে কতো বেকায়দার তা এখনও আমাদের উপলব্ধিতে আসছে না । আমাদের অনেকেই এখনও নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে !
পুরো দেশটি একটি জাহাজ বা স্টিমারের মত । আমরা যে জাহাজটিতে আছি সেটি ছিদ্র হয়ে ডুবে যাচ্ছে । এখন আমাদের প্রাইওরিটি বা প্রথম কর্তব্য – সবাই মিলে এই ছিদ্রটি বন্ধ করা । এই ছিদ্র বন্ধ করতে যারাই এগিয়ে আসবেন , তাদেরকেই সাথে নিয়ে কাজটি করতে হবে । অমুকের মতলব খারাপ, তমুকের নিয়্যত খারাপ- এরকম ভাবে একেক জনকে দূরে সরিয়ে রাখলে সবাইকে নিয়েই ডুবতে হবে !
সেই ছিদ্র বন্ধ করে তারপর ভাবতে হবে আপগ্রেডেশনের কাজ । যেমন , এরপর জাহাজটির রং কী হবে , কোন্ কোন্ জায়গার মরিচা তুলে কখন এবং কোন রং এপ্লাই করতে হবে । প্রাইওরিটি বোঝা এখন খুবই জরুরি ।
একারণেই এই ছিদ্রটি বন্ধের জন্যে যারই একটু প্রচেষ্টা দেখি , সেটাই এই পেইজে উৎসাহের সাথে তুলে ধরি । গতকাল গণ অধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়াকে উদ্ধৃত করেছি । অন্য কেউ এই ছিদ্র বন্ধ করতে এগিয়ে এলে তাকেও সমর্থন করব ।
এই ছিদ্রটি বন্ধ করতে এ মুহূর্তে আমার কাছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের আহ্বানটিই সবচেয়ে কার্যকর মনে হয়েছে ।
সবাই এ আহ্বানে সাড়া দিন ।
সবকিছুর আগে প্লিজ এই ছিদ্রটি বন্ধ করুন !