1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পূজা মন্ডবে হামলায় ২০ জন আটক - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৫:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বিএনপি’র স্থায়ী কমিটির অন্যতম সদস্য, সাবেক তথ্য মন্ত্রী ও সাবেক সাংসদ ড. আব্দুল মঈন খান সাহেবের সাথে উনার বাসভবনে সাক্ষাত কক্সবাজার সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হলেন এস.এম আকতার উদ্দিন চৌধুরী  মাগুরায় আমীরে জামায়াতের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে ভাঙচুর, মারামারিতে হানিফ সংকেতের ‘ইত্যাদি’ অনুষ্ঠান পণ্ড বিএনপি নেতা নুরুল ইসলামের মুক্তির দাবিতে গাজীপুরে মহাসড়ক অবরোধ প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের অর্ধেকই গায়েব শিক্ষকতায় আজীবন সম্মাননা পেলেন ঈদগাঁও’র মহি উদ্দীন নবীগঞ্জে দেশী ও বিদেশী মদসহ দুই মাদক  ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সেনাবাহিনী   সাজানো ট্রাইব্যুনাল দিয়ে জামায়াতের নেতাদের হত্যা করা হয়েছে -গোলাম পরোয়ার নবীনগরে “ইব্রাহিমপুর ইউনিয়ন আমাদের অহংকার” গ্রুপের শীতবস্ত্র বিতরণ

পূজা মন্ডবে হামলায় ২০ জন আটক

বিশেষ প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১
  • ২০৪ বার

কুমিল্লায় পবিত্র কুরআন শরীফ অবমাননার ঘটনার জের ধরে গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুরে তিনটি মন্দির ও পূজা মণ্ডপে হামলা ও ভাংচুরের ঘটনা ঘঠেছে।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সকাল ৭টায় মহানগরীর কাশিমপুরে শুভোলদাসের পারিবারিক পূজা মণ্ডপে প্রথম হামলা ও ভাংচুর চালায় দূর্বৃত্তরা। পরে পালপাড়া দূর্গামন্দীর এবং নামা বাজার শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরে হামলা ও ভাংচুর চালায় দূর্বৃত্তরা। এঘটনার পরেই ২০ জনকে আটক করেছে পুলিশ। মিঠু চন্দ্র দাস বলেন,প্রায় দেড় থেকে দুইশ লোক আক্রমণ করে পূজা মণ্ডপে। তিনি বলেন, আমরা দেখেও ভয়ে কিছু বলতে পারিনি। তখন কোন পুলিশ বা আনসার সদস্যরা ছিলোনা। তিনি আরো বলেন, গত তিন বছর যাবৎ আমরা পূজা উৎসব পালন করে আসিতেছি। কিন্তু এমন ঘটনা কখনও ঘঠেনি।

পালপাড়া দূর্গামন্দীর সভাপতি পরিমল পাল বলেন, সকাল পৌনে ৭ টার সময় ৫০ জনের একটি
দূর্বৃত্তের দল পূজা মণ্ডপে হামলা ও ভাংচুর চালায়। এসময় দান বাক্সে থাকা নগদ ৩৬ হাজার
টাকা এবং মা দূর্গা, লক্ষী, স্বরশ্বতী গায়ে থাকা স্বর্ণলংকার লুটকরে নিয়ে যায় দূর্বৃত্তরা। তিনি অভিযোগ করে বলেন,যদি আইন শৃঙ্খলা বাহিনীর
সদস্যরা প্রতিটি মন্দিরে ডিউটিতে থাকতো তাহলে
এমন ঘটনা ঘটতোনা বলে তিনি দুঃখ প্রকাশ করেন।

রাধা গোবিন্দ মন্দির সভাপতি বাবুল কুমার বলেন,খণ্ড খণ্ড ভাবে দূর্বৃত্তরা এসে হামলা চালায়।

এদিকে মন্দিরে হামলা ও ভাংচুরের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মোঃ জাহাঙ্গীর আলম, পুলিশ কমিশনার লুৎফুল কবীর এবং জেলা প্রসাশক এস.এম তরিকুল ইসলাম।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার লুৎফুল কবীর জানান এ ঘটনায় ২০ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। গাসিক মেয়র
মোঃ জাহাঙ্গীর আলম বলেন,মুসলমান এবং হিন্দুদের মধ্যে দাঙ্গা লাগানোর পরিকল্পনা করছে
দুস্কৃতিকারিরা এবং আমাদের প্রশাসনকে দূর্বল করার জন্য কাজটি করেছে। যারা আগে এসে ভাংচুর করেছে তাদের মধ্যে অনেককে আটক করেছে পুলিশ। তিনি আরো বলেন,আমাদের এখানে ধর্ম নিয়ে কোন বাড়াবাড়ি নেই। যে যারযার ধর্ম পবিত্রতা রক্ষা করে পালন করবে। গাজীপুরের জেলা প্রশাসক এস.এম তরিকুল ইসলাম জানিয়েছেন, কোনোমতেই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে দেয়া হবে না।

গ্রেপ্তারের বিষয়ে কাশিমপুর মেট্রোপলিটন থানা পুলিশের অফিসার্স ইনচার্জ মাহবুবে খোদা বলেন,আমি থানায়া গিয়ে পরে জানাচ্ছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম