মাগুরায় প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ দ্বারিয়াপুর শরীফের গদ্দীনশীল পীর সাহেব ইসলামিক ফাউণ্ডেশনের সাবেক পরিচালক আলহাজ্ব হযরত মাওলানা অধ্যাপক হাসান আব্দুল কাইয়ুমের প্রথম ওফাত বার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে ৫ অক্টোবর মঙ্গলবার বাদ আছর মাগুরার শ্রীপুর সরকারি কলেজ মুক্তমজ্ঞে শ্রীপুর সরকারি কলেজ ও অধ্যাপক হাসান আব্দুল কাইয়ুম ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দ্বারীয়াপুর দরবার শরীফের বর্তমান গদ্দীনশীল পীর আরিবিল্লাহ মিঠু’র সভাপতি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক ছড়াকার কবি আবু সালেহ।
প্রখাত আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্টের সহকারি এটর্নি জেনারেল বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ মাওলানা আব্দুস সবুর, শ্রীপুর সরকারি কলেজের ভাইস প্রিন্সিপাল মোঃ আবুল কালাম আজাদ।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার নূরুল্লাহ, মাগুরা জেলা জীব বৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ কমিটির সভাপতি মোঃ সাইফুল্লাহ,
বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা আব্দুস সাত্তার, বিশিষ্ট সাংবাদিক মোঃ বশিরুল ইসলাম, যুবনেতা আশরাফুল ইসলাম নালিম, সিরাজুম মনির কুতুব, মোঃ বাকিবিল্লাহসহ আরো অনেকে।
আলোচনা সভা শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।