মাগুরায় স্বারদীয় দূর্গাপুজা উপলক্ষে পুজা উদযাপন কমিটি ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সহিত মতবিনিময় সভা করছে পল্লী বিদ্যুৎ সমিতির শ্রীপুর সাব জোনাল অফিস।
এ উপলক্ষে ৭ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে পল্লী বিদ্যুৎ সমিতির শ্রীপুর সাব জোনাল অফিসে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পল্লী বিদ্যুৎ সমিতির শ্রীপুর সাব জোনাল অফিসের এজিএম মোঃ হেমায়েত উদ্দিন।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি ও জিকে আইডিয়াল কলেজের সহকারী অধ্যাপক শিশির কুমার শিকদার, পল্লী বিদ্যুৎ সমিতির মাগুরা জেলা কমিটির সহ-সভাপতি ও শ্রীপুর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার অধিকারী, শ্রীপুর উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মনোরঞ্জন সরকার, শ্রীপুর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ও শ্রীপুর সরকারি কলেজের সহকারি অধ্যাপক অপূর্ব কুমার মিত্র, রথীন্দ্রনাথ ভৌমিক।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাগুরা জেলা জীব বৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ কমিটির সভাপতি সাংবাদিক মোঃ সাইফুল্লাহ, মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির শ্রীপুর সাব জোনাল অফিসের সহকারী জুনিয়র ইন্জিনিয়ার মোঃ কামাল হোসেন, লাইন টেকনিশিয়ান শম্ভুকুমার সূত্রধর,লাইনটেকনেশিয়ান মোঃ শফিকুল ইসলাম, শ্রীপুর উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নারায়ন চন্দ্র বিশ্বাস,পুজা পরিষদের আইন বিষয়ক সম্পাদক ও মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মৃত্যুঞ্জয় কুমার ঘোষ, শ্রীপুর উপজেলা যুব ঐক্য পরিষদের সভাপতি রথীন্দ্রনাথ রায়,শ্রীপুর উপজেলা পুজা পরিষদের সাংগঠনিক সম্পাদক সুপেন্দ্রনাথ রায়সহ আরো অনেকে।