ঘটনায় আটক-৪, এলাকায় শোকের মাতম
মাগুরার সদর উপজেলার জগদল ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দুই মেম্বর প্রার্থীর সমর্থকদের মধ্যে সহিংসতায় ৪ জন নিহতের ঘটনায় এলাকায় প্রায় শোকের মাতম চলছে। গতকাল শনিবার দুপুর পর্যন্ত এ ঘটনায় ৪ জনকে আটক করেছে মাগুরা পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে মাগুরা সদরের জগদল গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শুক্রবার জগদল ইউনয়নের ৩ নং ওয়ার্ডের বর্তমান মেম্বর নজরুল হোসেন ও সৈয়দ আলী হাসান সমর্থিত দু-গ্রুপের সংঘর্ষে ৪ জন নিহত হয়। আহত হয় অন্তত ২০ জন।
নিহতের ভাতিজা মাহফুজ ইয়াছিন জানান, নজরুল মেম্বরের লোকজন সালিসের নামে ডেকে নিয়ে আমার চাচা সবুর মোল্যা, কবির মোল্যা ও চাচাতো চাচা রহমান মোল্যাকে হত্যা করে। আমি এ হত্যাকান্ডের বিচার চাই। অপরপক্ষের নিহত ইমরান হোসেনের কাকি গোলাপী বেগম বলেন, ওই এলাকায় একটি মাছের ঘেরে কাজ করতো ইমরান। ঘটনার দিন সকালে মাছের খাবার দিতে গেলে প্রতিপক্ষ সবুর মোল্যার লোকজন তাকে হত্যা করে।
জগদল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সিরাজুল ইসলাম জানান, এর আগে আধিপত্য বিস্তার নিয়ে এই দুই গ্রুপের মধ্যে বেশ কয়েকবার সংঘর্ষের ঘটনা ঘটে। এসব নিয়ে ইউনিয়ন আওয়ামীলীগের পার্টি অফিসে বসে তিনি ও স্থানীয় চেয়ারম্যানসহ এলাকার গণ্যমান্যদের নিয়ে মীমাংসা করে দেন। এরপর নির্বাচনের তফসিল ঘোষণা হলে পুনরায় তারা সংর্ঘষে লিপ্ত হলে এ হত্যাকন্ডের ঘটনাটি ঘটে।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনঞ্জুরুল আলম জানান, আধিপত্য বিস্তার নিয়ে সদর উপজেলার জগদল গ্রামে দুই- মেম্বর প্রার্থীর সমর্থকদের মধ্যে শুক্রবার বিকেলে সংঘর্ষে চার জন নিহত হয়েছে। এ ঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ। পরবর্তি সহিংসতা এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।