সারাদেশে সংগঠিত সাম্প্রদায়িক হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ এর প্রতিবাদে লালমনিরহাট জেলা শহরস্থ শ্রী গৌরীশংকর গোশালা সোসাইটি মন্দির চত্বরে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লালমনিরহাট জেলা শাখার আয়োজনে গণঅনশন- গণঅবস্থান ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ লালমনিরহাট জেলা শাখার সভাপতি বীরমুক্তিযোদ্ধা শ্রী শৈলান্দ্র কুমার রায়।
আরো উপস্থিত ছিলেন শ্রী হীরালাল রায় সভাপতি বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লালমনিরহাট জেলা শাখা, শ্রী প্রদীপ চন্দ্র রায় সাধারণ সম্পাদক বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লালমনিরহাট জেলা শাখা, প্রেমদাস ব্রহ্মচারী ইসকন লালমনিরহাট জেলা শাখা, শ্রী অবিনাশ চন্দ্র রায় সাধারণ সম্পাদক বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ লালমনিরহাট জেলা শাখা।
এসময় মিছিলের স্লোগানে ও বক্তাদের বক্তৃতায় ছিলো ধর্ম যার যার রাষ্ট্র সবার, ধর্মীয় রাষ্ট্র নয়, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র চাই। সাম্প্রদায়িক সহিংসতাকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স ঘোষণা দ্রুত বাস্তবায়ন চাই, সাম্প্রদায়িক মহলের সর্বনাশা চক্রান্ত ও প্রতিরোধে সর্বস্তরের জনগণের ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে।
সারাদেশে সংঘটিত সাম্প্রদায়িক হামলা লুটপাট ও অগ্নিসংযোগ এর প্রতিবাদে সঠিক তদন্তের মাধ্যমে হামলাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবি করেন বক্তারা।
শ্রী গৌরীশংকর গোশালা সোসাইটি মন্দির চত্বরে গণ অনশন শেষে মিছিল সহকারে শহরস্থ মিশন মোড়ে এসে সড়ক অবরোধ করে সম্প্রতি গ্রেফতারকৃত ইকবাল হোসেনের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করেন তারা।
এসময় লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক ৩০ মিনিট অবরোধ করে রাখেন।
অবরোধ শেষে শ্রী গৌরীশংকর গোশালা সোসাইটি মন্দির চত্বরে গিয়ে মিষ্টি মুখের মাধ্যমে গণ অনশন কর্মসূচি শেষ করা হয়েছে।