মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার কোলাপাড়া ইউনিয়নের আসন্ন ইউপি নির্বাচনকে সামনের রেখে নৌকার মনোনয়ন প্রত্যাশী ও কোলাপাড়া ইউপি চেয়ারম্যান হাজী নেছার উল্লাহ সুজন ব্যপক গণ সংযোগ করেছে। গতকাল শনিবার বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত ইউনিয়নের সমাসপুর, কোলাপাড়া, ব্রাম্মন পাইকশসহ বিভন্ন এলাকা এই গণ সংযোগ করেন।
এসময় তার সথে ছিলেন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক শেখ মো. আজাহার, মুন্সীগঞ্জ জেলা পরিষদ সদস্য হাজী এম মাহাবুব উল্লাহ কিসমত, কোলাপাড়া ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি হাসেম হাওলাদার, ষোলঘর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আতাহরর হোসেন, কোলা পাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নূর নবী অন্তু প্রমুখ।