অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের যৌথ উদ্যোগে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে প্রখ্যাত সাংবাদিক গিয়াস কামাল চৌধুরীর অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
বিএফইউজের সভাপতি এম আব্দুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রখ্যাত সাংবাদিক জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি রিয়াজ উদ্দিন আহমেদ।
বক্তারা ভয়েস অফ আমেরিকার নন্দিতা সাংবাদিক গিয়াস কামাল চৌধুরীর বর্ণাঢ্য জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় প্রেসক্লাবের সেক্রেটারী ইলিয়াস খান,সাংবাদিক নেতা কবি আবদুল হাই সিকদার,এম এ আজিজ,বাকের হোসাইন,আবদাল হোসাইন,বাকের হোসাইন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কদের গনি চৌধুরী,মহা সচিব শহিদুল ইসলাম প্রমুখ।