বর্তমান সময়ের নবাগত মডেল মেহফাজ উদ্দিন নাহিদ। সময়ের সাথে তাল মিলিয়ে করছেন বেশ কিছু কাজ। করোনা পরিস্থিতিতে সব কাজ বেশ অনেকদিন বন্ধ থাকার পর সবাই এখন ধীরে ধীরে কাজে ফিরছেন। এমন অবস্থায় নাহিদও শুরু করেছেন ফটোশুট,মিউজিক ভিডিও, শর্টফিল্ম এর কাজ।
আগামী মাসে আসছে নাহিদের দুইটি মিউজিক ভিডিও। “কালনাগিনী ” নামক গানের ভিডিও তে নাহিদের সাথে জুটি বেঁধেছে ফ্লাভিয়া।
এবং “আপন আমি ছিলাম না তোর” গানটির ভিডিও তে জুটি বেঁধেছে নাহিদ এবং রোমানা।
দুটি ভিডিও আসবে কামরুল মিডিয়ার ব্যানারে।ভিডিও দুইটিতে ডিওপি হিসাবে কাজ করেছেন আনিচুর রহমান। গান দুটি গেয়েছেন তাসনীম মীম।
এর আগেও একটি মিউজিক ভিডিও তে কাজ করেছেন নাহিদ। এরপর বেশ প্রশংসিত হয়েছেন। এছাড়াও কাজ করেছেন সাদা-কালো,বেন্ড দ্যা ট্রেন্ড, মানজি এর মডেল হিসাবে। নাহিদ বলেন- কাজের ভেতর আনন্দ খুঁজে নিতে ভালোবাসি। আমি নিয়মিত কাজ করে যেতে চাই। অনেক কষ্ট করেছি এ অবধি আসার জন্য। তাই নিয়মিত ভালো কাজ করার চেষ্টা থাকবে।