আনোয়ারায় ৫১ হাজার ছয়শত ২৫ টি ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব।যার আনুমানিক মূল্য দেড় কোটি টাকার উপরে।
গ্রেপ্তারকৃতরা হলেন আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের উত্তর পরুয়াপাড়া এলাকার মৃত হাবিবুর রহমান ছেলে মোঃ জাফর (৬৫) ও মৃত সালেহ আহম্মদের ছেলে মোঃ আব্দুল করিম (৩৩)। শনিবার (৩০ অক্টোবর) সকালে গ্রেপ্তারকৃতদের আনোয়ারা থানায় হস্তান্তর করা হয় এর আগে শুক্রবার সকালে পৌনে ১০ টার দিকে পরুয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা বলে নিশ্চিত করেন চট্টগ্রামের র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক নুরুল আবছার। চট্টগ্রামের র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক নুরুল আবছার বলেন, কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটের একটি বড় চালান নিয়ে মায়ানমার হতে সাগর পথে স্পীড বোট যোগে চট্টগ্রাম জেলার আনোয়ারা থানা এলাকার দিকে আসছে। উক্ত তথ্যের ভিত্তিতে র্যাব-৭ ওই এলাকায় গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় শুক্রবার সকালে অভিযান চালিয়ে দুই কারবারিসহ আনুমানিক ০১ কোটি ৫৫ লক্ষ টাকা মূল্যের ৫১,৬২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়। প্রাথমিক জিজ্ঞাসবাদে গ্রেপ্তারকৃতরা মায়ানমার থেকে ইয়াবার চালান এনে দেশে বিভিন্ন অঞ্চলে পাচার করার কথা স্বীকার করে। তাদের স্বীকার উক্তিতে আনোয়ারায় বিভিন্ন ব্যবসার আড়ালে একটি সিন্ডিকেট এসব চালান সাগর পথে মায়ানমার থেকে আনোয়ারায় উপকূলে উঠে। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি আনোয়ারায় আমাদের নজরদারি বৃদ্ধি আছে।