আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে কুকুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার কুকুটিয়া ইউনিয়নের আওয়ামী লীগের পার্টি অফিসে বিকেল ৫ টায় এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার কবির।
বর্ধিত সভায় আসন্ন ইউপি নির্বাচনে ৫ জন আওয়ামী লীগের দলীয় নৌকা প্রতীক পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।
নৌকা প্রতীক প্রত্যাশী সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থী হলেন, কুকুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও বর্তমান চেয়ারম্যান বাবুল হোসেন বাবু, উপজেলা আওয়ামী যুবলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাশিম আলি আমিন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম রেজা, সাধারণ সম্পাদক আক্তার হোসেন মিন্টু, যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান উজ্জল।
এ সময় গোলাম সরোয়ার কবির সকলের উদ্দেশ্যে বলেন, নেত্রী যাকে নৌকা প্রতীক দেবে আমরা সকলেই নৌকা প্রতীককে জয়ী করার জন্য কাজ করব। কোনভাবেই নৌকার বিরোধিতা করা যাবে না।