1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
“ইলমে দ্বীন অর্জনের জন্য নিয়তকে সহীহ করতে হবে।” - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৭:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী’র ৯ম শাহাদাত বার্ষিকীতে পৌর কাঠ ব্যবসায়ী সমিতির শ্রদ্ধাঞ্জলি  ফাদার’স এইড বাংলাদেশ কতৃক আয়োজিত “জুনিয়র ইসলামিক স্কলার’স ট্যালেন্ট সার্চ” বৃত্তি পরীক্ষার প্রথম রাউন্ড সেনবাগ উপজেলার সকল মাদ্রাসায় একযোগে অনুষ্ঠিত হয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন অপহরণের ৭ ঘণ্টা পর এক শ্রমিক উদ্ধার ২০২৪-২৫ সেশনের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্নাতক ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে কোনো দল ও গোষ্ঠী কাউকে ক্ষমা করার এখতিয়ার রাখে না – মাগুরায় শিবির সেক্রেটারি মাগুরায় বিএনপি’র দু-গ্রুপের সংঘর্ষে আহত-১০, বাড়ি-ঘর ভাংচুর! এলাকা থমথমে! বাবা ভুয়া মুক্তিযোদ্ধা হলেও সন্তান কোটায় চাকরি কুমিল্লার এসপি হচ্ছেন জুলাই বিপ্লবে গুলি করা ছাত্রলীগ ক্যাডার নাজির রাউজান পৌর কাঠ ব্যবসায়ী সমিতির সভাপতি আজম- সম্পাদক ইকতিয়ার বিআইডব্লিউটিএর সিভিল ও সার্ভেয়ার জটিলতার অবসায় চায় কর্মকর্তারা ভুয়া চিকিৎসা সেবায় জরিমানা ১০ হাজার: সাংবাদিকদের হুমকি

“ইলমে দ্বীন অর্জনের জন্য নিয়তকে সহীহ করতে হবে।”

-অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ যাইনুল আবেদীন
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১
  • ২১০ বার

অদ্য ০৪/১০/২০২০ শনিবার তা’মীরুল মিল্লাত মহিলা কামিল মাদরাসা, ডেমরা, ঢাকায় ২০২০-২০২১ সেশনের আলিম ১ম বর্ষ সাধারণ ও বিজ্ঞান বিভাগের ছাত্রীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী শিক্ষা আন্দোলনের অগ্রদূত, তা’মীরুল মিল্লাত ট্রাষ্টের সেক্রেটারী, মাদরাসা গভর্নিং বডির সম্মানিত সভাপতি অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ যাইনুল আবেদীন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সরকারী ঘোষনা অনুযায়ী আজ আমরা আলিম ১ম বর্ষের ক্লাস শুরু করতে পেরেছি আলহামদুলিল্লাহ।
আমি উপমহাদেশের একটি পরিচিত হাদীস গ্রন্থ মিশকাতুল মাসাবীহ থেকে নিয়তের হাদীসটি পাঠ করেছি। ইলমে দ্বীন অর্জনের জন্য তোমাদের নিয়ত সহীহ করতে হবে। টাকা পয়সা নেই কিংবা বাবা মা মানত করেছে মাদরাসায় পড়ানোর জন্য এই চিন্তা বাদ দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জনকেই ইলম অর্জনের একমাত্র উদ্দেশ্য বানাতে হবে। এই জাতীয় তালেবে ইলমের জন্য সমুদ্রের গভীরে অবস্থানরত মৎসরাজীও দোয়া করতে থাকে। সুতরাং আল কুরআনকে সেভাবে উপলব্দি করতে হবে যে ভাবে উপলদ্ধি করেছেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাঃ), হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাঃ) প্রমূখ। অনলাইন ক্লাসে অংশ গ্রহণের নামে কোন ভাবেই অন্যায়-অশ্লীলতায় লিপ্ত হওয়া যাবেনা।
শিক্ষকদের উদ্দেশ্য করে তিনি বলেন, কোথাও চাকুরী পাইনা এ জন্যে শিক্ষকতা করছি এ চিন্তা হৃদয় থেকে দূর করে বিশ্বনবী শিক্ষক ছিলেন আমরাও নবীর ওয়ারিশ হিসেবে শিক্ষকতা করছি এই চিন্তা লালন করতে হবে। মনে রাখতে হবে, কুরআনের শিক্ষক স্বয়ং আল্লাহ তা’আলা, الرحمن علم القرأن
ওলামায়ে কেরামদেরকে লক্ষ্য করে তিনি বলেন, অত্যন্ত পরিতাপের বিষয় যে, ওলামায়ে কেরাম আজ বিভিন্ন দলে উপদলে বিভক্ত। এর মূল কারণ তারা দুনিয়াদার হয়ে গেছে বেশি। অথচ আল্লাহ বলেছেন,
بل تؤثرون الحيوة الدنيا والاخرة خيرو ابقى
আলেমদেরকে দুনিয়া প্রীতি কমিয়ে আখেরাত মূখী হতে হবে। তা’মীরুল মিল্লাত প্রতিষ্ঠিত হয়েছে ورثة الانبياء তৈরী করার জন্য। আল্লাহ সেই লক্ষ্যে তা’মীরুল মিল্লাতকে এগিয়ে যাওয়ার তৌফিক দিন এবং আমাদের জন্য এই প্রতিষ্ঠানকে সাদকায়ে জারীয়া হিসেবে কবুল করুন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম