1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
এবিয়ান ব্যাচ-২০১৮ বন্ধুদের বিশ্বাস, ভালবাসা, আস্থার অপর নাম - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০১:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় জামায়াতে ইসলামীর ইউনিয়ন কর্মী সম্মেলন অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে আ.লীগের শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান, প্রতিবাদে বিক্ষোভ ! ঠাকুরগাঁওয়ে খুদে শিক্ষার্থীদের বিস্ময়কর প্রতিভা গুণীজনদের সম্মাননা দিলেন সোনারগাঁ মিডিয়া প্লেসক্লাব ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনা রোধে চালকদের স্বাস্থ্য পরীক্ষা ও প্রশিক্ষণ কর্মশালা ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে স্ত্রীর নির্যাতন মামলায় উপ-সহকারী মেডিকেল অফিসার বরখাস্ত ! পুঁইছড়ি নিউ জেনারেশন সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শীতবস্ত্র বিতরণ গুণীজনদের সম্মাননা দিলেন সোনারগাঁ মিডিয়া প্লেসক্লাব রাউজানের আলিখীল এলাকায় নির্বিচারে কাটা হচ্ছে টিলা ও কৃষি জমি মাগুরায় দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও সার পাচ্ছে না অনেক কৃষক!

এবিয়ান ব্যাচ-২০১৮ বন্ধুদের বিশ্বাস, ভালবাসা, আস্থার অপর নাম

এহছানুল কবির
  • আপডেট টাইম : বুধবার, ২৭ অক্টোবর, ২০২১
  • ৩৮২ বার

এবিয়ান ব্যাচ -২০১৮ এর আজকের এই আলোচনা সভায় উপস্থিত, সকলকে আমার সালাম শ্রদ্ধা ও ভালবাসা।
“সর্বদা সবার তরে” এই স্লোগান নিয়ে আমাদের অগ্রযাত্রা।
দীর্ঘ ৩ বছর কয়েকজন সহপাঠীর অক্লান্ত পরিশ্রমে আজকে এবিয়ান ব্যাচ-২০১৮ একটি সুশৃঙ্খল সুন্দর পরিবার।
ইতোমধ্যে আমাদের ৩য় পুনর্মিলননী অনুষ্ঠানে শ্রদ্ধেয় স্যার মহোদয় প্রধান উপদেষ্টা ও উপদেষ্টা গনের সম্মতিক্রমে এবিয়ান ব্যাচ-২০১৮ এর কার্যকরী কমিটি গঠন করা হয় । আজকের এই আলোচনা সভায় আমরা আগামী কার্যকরী সময়ে কিভাবে এবিয়ান ব্যাচ-২০১৮ সংগঠন কে কিভাবে এগিয়ে নিয়ে যাবো এ বিষয়ে আলোচনা এবং কার্যকারী পরিষদে যারা আসছেন তাদেরকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন। সে সাথে আমি অনুরোধ করবো আপনারা যারা কমিটিতে আসেননি তারাও কার্যকরী পরিষদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবো । আমি এবিয়ান -১৮ এর যাত্রালগ্ন থেকে ছিলাম আছি এবং ইনশা-আল্লাহ ভবিষৎেও থাকবো। দীর্ঘ ৩ টি বছর এবিয়ান-১৮ এর সাথে আমার প্রতিটা মুহুর্ত জড়িত। এটা আমার ২য় পরিবার । এখানে নিরলস শ্রম দিতে গিয়ে আমাকে অনেক বাধার সম্মুখীন হতে হয়েছে। আমি বিশ্বাস করি এবিয়ান ব্যাচ-২০১৮ কে আমি আলাদাভাবে উপস্থাপন করবো। আলহামদুলিল্লাহ আমি পেরেছি । আপনাদরে সহযোগিতা না পেলে আমি ব্যাচ কে এতদুর নিয়ে আসতে পারতাম না। আজ এবিয়ান ব্যাচ-১৮ বন্ধুত্বের একটা স্বল্প সময়ের বন্ধন একটা দীর্ঘ সময়ের বন্ধনে আবদ্ধ করছে । বেকারত্বের দোহায় কে উপেক্ষা করে সামান্য চাঁদা দিয়ে এবিয়ান ব্যাচ-২০১৮ ফান্ড গঠন করি। আমাদের দুর্বল সহপাঠীসহ মানুষের পাশে দাড়াতে সক্ষম হয়েছি। কারো চিকিৎসা প্রয়োজন ,কারো রক্ত প্রয়োজন, কারো খাবার প্রয়োজন । কোন বোনের বিবাহে অর্থ প্রয়োজন , স্কুল পড়ুয়া শিক্ষার্থীর বই প্রয়োজন। কারো সৎকার কাজের টাকা প্রয়োজন । সহপাঠীর কল আসছে বন্ধু আমি বিপদে , ব্যাচ এর হয়ে আমি গেছি। সর্বোপরি সবসময় এবিয়ান ব্যাচ-২০১৮ ছিল । উই আর এ ফ্যামিলি । আমাদের ফান্ড নেই আমরা রাস্তায় নেমে অর্থ সংগ্রহ করে অসহায় মানুষের চিকিৎসা করছি। নিজের আত্মীয় স্বজন থেকে অনুদান সংগ্রহ করে এবিয়ান -১৮ কে প্রমোট করে সহযোগিতা করছি । আমাদের ফাউন্ডেশনের বিশেষত্ব হলো – এখানে যে অনুদান প্রদান করে এবং যে অনুদান গ্রহন করে উভয়ের পরিচয় গোপন থাকে। এর পিছনে সহপাঠীদের অগাধ বিশ্বাস ভালবাসা ,আস্থা অর্জনে সক্ষম হয়েছি। এটাই এবিয়ান -১৮ এর বিশেষত্ব। আমরা রাতের আধাঁরে সহপাঠীর দরজায় গিয়ে উপহার দিয়ে মেসেজ দিয়ে চলে আসি। যাতে তার কোন সংকোচবোধ না হয় । এবিয়ান ব্যাচ-২০১৮ কখনো প্রচার করেনি। আমার এত পরিশ্রম , সবার আগে এগিয়ে যাওয়া ,সবসময় ব্যাচ এর স্বার্থে নিজেকে বিলিয়ে দেয়ার মাঝে স্বার্থকতা প্রথমত এটা আমার কাছে একটা পরিবার। নিজের অনেক কিছুই আমি এ পরিবারে জন্য বিসর্জন দিয়েছি। আর বন্ধুদের ভালবাসায় আমি সবসময় হেরে যায় । আমি যখন মঞ্ছে দাড়িয়ে সবাইকে একসাথে দেখি ,সকল কষ্ট সবকিছু ভুলে যায় । যখন বন্ধুদের বিপদে এগিয়ে আসতে পারি তখন আমার মনের ভিতর একটা আনন্দ কাজ করে। যার অনুভুতি কখনও আমি আপনাদের বুঝাতে পারবোনা । ব্যাচ-২০১৮ কে ডিজিটালাইজ করতে আমি আমার সাধ্যমতো চেষ্টা করছি। যেটা আমি জানিনা সেটা আমি জেনে নিজে করছি । নিজে কাজ করে ব্যাচ এর ফাউন্ডেশনের জন্য অনুদান সংগ্রহ করছি।আজকে এবিয়ান ব্যাচ-২০১৮ সরকারী হাজী আব্দুল বাতেন কলেজ নাহ অন্যন্য কলেজের ব্যাচ এর আইডল । এতকিছু বলার একমাত্র কারন আজকে আমি এহছান যদি সভাপতি না হতাম তাহলেও কাজ করতাম । আমি পদে বিশ্বাসী নয় কাজে বিশ্বাসী । বন্ধুদের কাছে আমি ভালবাসার একজন মানুষ। পদ পদবীর লোভে যদি আমি কাজ করতাম তাহলে ব্যাচ কে এতদুর এগিয়ে নিয়ে আসা সম্ভব হতনা। ব্যাচ আপনার আমার সবার। আমাদের ব্যাচ থেকে এরকম অনেককে অনুদান দিয়েছি যাদের সাথে এবিয়ান ব্যাচ-২০১৮ এর প্রথম পরিচয় । তারপর ও আমরা সহযোগিতা করছি। আপনি কেন ব্যাচ -২০১৮ এর হয়ে কাজ করবেননা। আমি নিজের আত্মাতৃপ্তির জন্য কাজ করি। অনেক সময় আমি আমার পরিবারের কাজ ফেলে রেখে ব্যাচ এর কাজ করি । পদ পদবী কখনো আপনার পরিচয় বহন করবেনা । পরিচয় বহন করবে আপনার কাজ ।
আমাদের ফান্ড ছোট হতে পারে, কিন্তু একদিন সর্বত্র ছড়িয়ে পড়বে আমাদের সামান্য থেকে আমরা অনেক কিছু করছি ভবিষ্যতে ও থাকবো ইনশা আল্লাহ।
He who wished to secure the good of others, has already secured his own. অর্থাৎ যে ব্যক্তি অন্যের কল্যাণের ইচ্ছা পোষণ করে সে প্রকৃত প্রক্ষে নিজের কল্যাণই নিশ্চিত করে।আমি বিশ্বাস করি , এখন আমি সবার বিপদে এগিয়ে যায় , এক সময় আমি বিপদে পরলে আমার বন্ধুরা আমার ২য় পরিবার আমার সহপাঠীরা আমার অনুপস্থিথিতে হলেও আমার বিপদে এগিয়ে যাবে। পবিত্র কুরআন মাজিদে এরশাদ হচ্ছে “তোমরা কল্যাণমূলক কাজে প্রতিযোগিতার মাধ্যমে অগ্রসর হও। -সুরা বাকারা ১৪৮
হযরত আলী (রা:) বলেছেন মানুষের দুঃখ দেখে তুমি যদি তার বিপদে এগিয়ে না আস তবে মনে রেখো তুমি ও একদিন বিপদে পড়বে তখন কেউ তোমার কান্না শুনবে না। রবীন্দ্রনাথ বলেছেন আমরা বন্ধুর কাছ থেকে মমতা চাই, সমবেদনা চাই, সাহায্য চাই। সেজন্যই বন্ধুকে চাই। আমাদের মহানবী নবুয়ত পাওয়ার আগেই সমাজ সেবার জন্য তরুণদের নিয়ে হিলফুল ফুজুল নামে সেবা সংঘ গঠন করেছিলেন।
সমাজিক সংগঠনে কেন যুবকরা আসবে?
যুবকরা হচ্ছে সমাজের সবচেয়ে কর্মক্ষম অংশ। পরিবর্তনের জন্য যে শক্তি ও ক্ষমতা প্রয়োজন তা একমাত্র যুবকরাই সরবরাহ করতে পারে। ভাঙ্গা গড়ার আঘাত হজম করার সামর্থ্য শুধু তরুনদেরই আছে। সামাজিক সিদ্ধান্ত বাস্তবায়ন তরুণদের দ্বারাই সম্ভব।
**সকলে প্রতি দোয়া ও ভালবাসা রইলো । অনুরোধ থাকবে দয়া করে ব্যাচ-২০১৮ এর সাথে সামঞ্জস্য রেখে কাধে কাদ মিলিয়ে কাজ করবেন। আপনারা একটু কাজ করলে আমি নতুন নতুন অনেক স্বপ্ন দেখি তা আপনাদের স্বার্থে বাস্তবায়ন করতে পারবে। আমি বিশ্বাস করি এবিয়ান ব্যাচ-২০১৮ এর পরিধি দেশব্যাপী ছড়িয়ে পরবে। চাই আপনার সহযোগিতা। সমাজ মানুষের আস্থা ভালবাসা বিশ্বাসের নাম হবে আমোদের এবিয়ান ব্যাচ-২০১৮ পরিবার। আপনাদের সবার সহযোগিতা পেলে এবিয়ান ব্যাচ-২০১৮ কে অনেকদুর এগিয়ে যাবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম