একুশে গ্রন্থমেলা-২০২২ এ প্রকাশিত হচ্ছে কবি সাজিয়া সুলতানা মীমের প্রথম কাব্যগ্রন্থ ‘বৃদ্ধ গোলাপ’। বইটি প্রকাশ করবে উৎসব প্রকাশনী। এতে বইটিতে ৫৬ টি কবিতা থাকবে। ‘বৃদ্ধ গোলাপ’ এর প্রচ্ছদ করেছেন শাহাদাত হোসেন।
কাব্যগ্রন্থটি সম্পর্কে জানতে চাইলে কবি সাজিয়া সুলতানা বলেন, ‘ গোলাপ কখনও বৃদ্ধ হয় না। কয়েকটা দিন যাওয়ার পর গোলাপ হয়ে যায় শুকনো এবং ফ্যাকাশে। কিন্তু এখানে গোলাপের মাধ্যমে ভালোবাসার দীর্ঘতা প্রকাশ পাবে। কবিতা মানে তার মধ্যে বাস্তবতা যেমন থাকবে তেমনি কল্পনাও। আমার কবিতায় তার ভিন্ন কিছু নয়।মানুষের বয়সের বৃদ্ধির সাথে টানটান চামড়া কুঁচকে যায়। এদিকে মনের রং টা রঙ্গিনের সিঁড়ি বেয়ে আর সামনে উঠতে পারে না। ঠিক তেমন ই বৃদ্ধ গোলাপ। এক শুদ্ধ ভালোবাসায় যে অপেক্ষা চলে তার ডাকনাম ‘বৃদ্ধ গোলাপ’। ‘
কবি সাজিয়া সুলতানা মিম বগুড়ার ১৯৯৭ সালে বগুড়ায় জন্মগ্রহণ করেন। পড়াশোনা করছেন রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজের
অনার্স চতুর্থ বর্ষের ব্যবস্থাপনা বিভাগে। সাজিয়া সুলতানা লেখালেখির পাশাপাশি ‘টুকরো হাসি’ নামের একটি সমাজসেবামূলক সংগঠনের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
সাধ্যমতো অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছেন তিনি।
বইটি তার মা রেহেনা আকতার চামেলী এবং বাবা
আলহাজ্ব মোঃজিয়াদুর রহমানকে উৎসর্গ করেছেন।