কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার ১নং কাদিরজঙ্গল ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন জনপ্রিয় ব্যক্তি হিসেবে খ্যাত স্বতন্ত্র প্রার্থী মো. মাহাবুবুর রহমান।
শনিবার (১৬ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ে তিনি মনোনয়নপত্র জমা দেন। এ সময় উপস্থিত ছিলেন করিমগঞ্জ পৌর বিএনপির সভাপতি আশরাফ হোসেন পাভেল, করিমগঞ্জ উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন আসাদ, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোজাম্মেল হক কনক, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শরীফ উদ্দীন সহ ইউনিয়নের সবস্তরের জনগণ।
মনোনয়ন জমা দেয়ার পর মো. মাহাবুবুর রহমান বলেন, ‘আমি সহজ প্রকৃতির মানুষ। মানুষের উপকারে কাজ করার জন্যই আমি নির্বাচনে অংশগ্রহণ করেছি। জয়লাভ করতে পারলে মানুষের ভালোবাসার প্রতিদান অবশ্যই আমি দেবো।’
ঘোষিত তফসিল অনুযায়ী, জেলার তিনটি উপজেলার মোট ২৯টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ধাপের এই ইউপি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৭ অক্টোবর। এ ছাড়া মনোনয়নপত্র বাছাই ২০ অক্টোবর, বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ২১ থেকে ২৩ অক্টোবর, আপিল নিষ্পত্তি ২৪ ও ২৫ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহার ২৬ অক্টোবর, প্রতীক বরাদ্দ ২৭ অক্টোবর ও ১১ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।