আজ রবিবার (৩১অক্টোবর) গাজীপুর মহানগরীর কাশিমপুর থানার ২নং ওয়ার্ডের চন্দ্রা নবীনগর মহাসড়কে পথিমধ্যে (তেতুইবাড়ী নামক) স্হানে কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাইভেট কার দুমড়ে ২ জন আহত হয়েছেন জাপান প্রবাসী নব দম্পতি। আহত ২জনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে । দুমড়ে যাওয়া প্রাইভেটকারটি (এক্সিও) গাড়ীর মালিক পশ্চিম আগার গাও এর বাসিন্দা মিলন রংপুর থেকে ঢাকার উদ্দেশ্যে নিজ প্রাইভেট কারে করে ঢাকা পশ্চিম আগারগাঁও যাচ্ছিলেন, চন্দ্রা নবীনগর মহাসড়কের তেতুইবাড়ী নামক স্হানে প্রান আর এফ এল কোম্পানির একটি মিডিয়াম কাভার্ড ভ্যানটি সামনে টার্নিং নিলে প্রাইভেট কার’টি দুমড়ে ২জন যাত্রী জাপান প্রবাসী মিলন দম্পতি আহত হলে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে চালক ইয়ামিন আলীর ঢাকাগামী প্রাইভেট কারটিকে সামনে থেকে চাপা দিয়ে পালিয়ে যাওয়ার চেস্টা করলে পথচারীরা আটক করে ঘাতক প্রান আর এফ এল কোম্পানীর মিডিয়াম কভার ভ্যানটিকে কাশিমপুর থানার এস আই (অজ্ঞাত) কাশিমপুর ২নং ওয়ার্ডের তেতুইবাড়ীতে অবস্থিত গ্রামীন ফেব্রিক্স এন্ড ফ্যাশন লিমিটেড এর ভিতরে প্রবেশ করিয়ে রাখেন এবং সুবিধাজনক পরিস্থিতি তৈরি হলে ৪০ হাজার টাকা রফাদফার বিনিময়ে থানা হেফাজতে না নিয়ে ছেড়ে দেন। প্রান আর এফ এল কোম্পানির ট্রান্সপোর্ট অফিসার মাসুম মাত্র ৪০ হাজার টাকা’র বিকাশে এনে ক্ষতিগ্রস্ত মালিককে জানিয়ে ড্রাইভারের হাতে বুঝিয়ে দেন। ড্রাইভার ও প্রতক্ষদর্শীরা জানায় কার গাড়ীটি মেরামত করতে কমপক্ষে ৩লাখ টাকা লাগলেও পুলিশের ভূমিকায় মাত্র ৪০ হাজার টাকায় মেনে নিতে হয় ক্ষতি গ্রস্ত চালককে। এ বিষয়ে যানতে চাইলে তিনি বলেন এটি আমাদের বিষয় আপনি চলে যান।