পানি বন্দী হাজার হাজার পরিবার বাড়িতে ফিরেছে, ভয়াবহ ভাঙ্গন ঠেকানোর পদক্ষেপ নেই
লালমনিরহাটে অসময়ে বয়ে যাওয়া তিস্তায় বন্যার পানি কমেছে। পানি বন্দী হাজার হাজার পরিবার বাড়িতে ফিরেছে। কিন্ত ভয়াবহ ভাঙ্গন ঠেকানোর প্রয়োজনীয় পদক্ষেপ নেই। জানা গেছে, লালমনিরহাট জেলায় অসয়ে ওই বন্যায় প্রায় ১৫ কোটি টাকার ক্ষতি হয়েছে। অপরদিকে রোববার বিকেল ৩টা পর্যন্ত তিস্তার পানি বিপদ সীমার ৬৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে বলে এ তথ্য নিশ্চিত করেছেন পাউবোর তিস্তা ব্যারেজের নির্বাহী প্রকৌশলী ডালিয়া শাখার কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম।উল্লেখ্য, টানাভারী বষণ ও ভারত থেকে নেমে আসা পাহাড়ী ঢলে লালমনিরহাট জেলায় অসয়ে বন্যা দেখা দেয় মহুতের মধ্যে পানিতে ডুবে যায় হাজার হাজার বাড়ি – ঘর, পাকা ধান ক্ষেত, চলতি মৌসুমে র ফসল এবং শত শত পুকুরের মাছ পানিতে ভেষে যায়। চরম দুরভোগে পরছিল নদীর তীরবর্তী এলাকার হাজার হাজার পরিবার। তাদের পোষা গরু- ছাগল হাঁস- মুরগি নিয়েও বিপাকে পরছিল। পাউবো রেড এলাড জারি করলে পানি বন্দী হাজার হাজার পরিবার বাড়ী -ঘর ছেড়ে আশ্রয় কেন্দ্রে অবস্তান করেন। তবে শনিবার থেকে তিস্তার পানি একবারেই কমে গেলে পানি বন্দী প্রতিটি পরিবার তাদের বাড়ীতে ফিরছেন। এদিকে পানি কমলেও জেলায় নদী ভাঙ্গন ভয়াবহ দেখা দিয়েছে পাটগ্রামের তিনবিঘা, দহগ্রাম, হাতীবান্ধার বেশ কয়েকটি এলাকায়, কালীগঞ্জের শৈলমারী এলাকায় আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নে এবং লালমনিরহাট সদর উপজেলার চরগোকুন্ডা, খুনিয়াগাছ ও রাজপুরের কিছু এলাকায় ভয়াবহ ভাঙ্গন দেখা দিয়েছে। ওই এলাকার স্হানীয়রা জানান, পাউবোর পক্ষ থেকে তেমন কোন পদক্ষেপ অদ্যবধি না নেয়ায় ইতোমধ্যে জেলার কয়েক হাজার পরিবারের বাড়ি- ঘর নদীতে বিলিন হয়ে গেছে। ভাঙ্গন কবলীত পরিবার গুলোর করুন দশা বিরাজ করছে।