আসন্ন ঘোড়াশাল পৌর নির্বাচনকে সামনে রেখে নৌকার পক্ষে নরসিংদী-২ আসন থেকে নির্বাচিত সাবেক সাংসদ আলহাজ্ব কামরুল আশরাফ খান পোটনের নেতৃত্বে জেলা আওয়ামী লীগ এর সকল নেতৃবৃন্দ এক মঞ্চে উঠে দৃষ্টান্ত স্থাপন করেছেন।
শনিবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় ঘোড়াশাল আটিয়াগাঁও পৌর প্রাথমিক বিদ্যালয় মাঠে ঘোড়াশাল পৌর নির্বাচনকে কেন্দ্র রেখে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী আল-মুজাহিদ হোসেন তুষারের উঠান বৈঠকে নরসিংদীর জেলা আওয়ামীলীগের সকল নেতৃবৃন্দ সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে নৌকার মার্কা বিজয় সুনিশ্চিত করার লক্ষে এক মঞ্চে উঠে দৃষ্টান্ত স্থাপন করেছেন ।
এ সময় উঠান বৈঠকে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিএম তালেব হোসেন , জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন ভূইয়া, জেলা আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পীরজাদা কাজী মোহাম্মদ আলী, নরসিংদী শহর আওয়ামী লীগ সভাপতি ও সাবেক নরসিংদীর পৌর মেয়র কামরুজ্জামান কামরুল, সাধারণ সম্পাদক ও নরসিংদীর পৌর মেয়র আমজাদ হোসেন বাচ্চু, মাধবদী পৌর মেয়র মোশারফ হোসেন মানিক, নরসিংদীর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলী হোসেন শিশির, পলাশ উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কবির মৃধা, সাবেক উপজেলা চেয়ারম্যান ফারুকুল ইসলাম,জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শামীম নেওয়াজ, নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহসভাপতি জাকির হোসেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ ইলিয়াছ, সহ আরো অনেকে প্রধান অতিথি কামরুল আশরাফ খান পোটন বলেন উন্নয়নের ধারা গতিশীল করার লক্ষে উন্নয়নের মার্কা নৌকার বিজয় সুনিশ্চিত করতে হবে।