জিতার মোড় এলাকায় হাফিজা আক্তার (২৫) নামে এক নারীর আত্মহত্যা ।
সোমবার(১১সেপ্টেম্বর) বিকেল ৪টায় জিতার মোর এলাকার স্হানীয় বাসিন্দা হাসু খন্দকারের বাড়ীতে এ ঘটনা ঘটে। মৃত হাসু খন্দকারের ছেলে সুজন খন্দকারের সহধর্মিণী হাফিসা আক্তার নিজ রুমে গলায় উড়না পেচিয়ে ফাঁস লাগিয়ে আত্বহত্যা করে।
তার একমাত্র ছেলে তাওহীদের (২) কান্না শুনে পাশের রুমে থাকা এক ভাড়াটিয়া এগিয়ে গেলে হাফিজাকে ঘরে ঝুলতে দেখে চিৎকার করে। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে “নারী ও শিশু হাসপাতালে” নিয়ে যায়।
স্হানীয় সুত্রে জানা যায় মৃত হাফিজার স্বামী সুজন স্হানীয় বাসিন্দা হলেও ডিবিএল গ্রুপের মাইমুন টেক্সটাইল এ ডাইং সেকশনে চাকরী করে।
মৃত হাফিসা আক্তার গাজীপুর কোনাবাড়ীর ইটাহাটি গ্রামের কন্যা।
৫ বছর পূর্বে সুজন খন্দকারের সাথে হাফিজার বিয়ে হয়।
মৃত্যুর বিষয়টি কোনাবাড়ী জোনের এসি বেলাল হোসেন ঘটনাস্থল পরিদর্শন শেষে নিশ্চিত করেন।