মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ডঃ সৈয়দ মোঃ গোলাম ফারুক করোনা কালীন সময়ে পরিফস্থিতি পর্যবেক্ষণ করতে স্কুল এবং কলেজের সার্বিক ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শন করলেন ।
১৬ অক্টোবর শনিবার সকালে দিনাজপুরে করোনা মহামারী পরবর্তী স্কুল এবং কলেজের সার্বিক ব্যবস্থাপনা পরিদর্শনে এসে শহরের ৭টি স্কুল এবং ৫টি কলেজের সার্বিক ব্যবস্থাপনা সরেজমিন ঘুরে দেখেন। এসময় তিনি স্কুল এবং কলেজের শিক্ষার্থীদের জন্য স্যানিটেশন আইসোলেশন ও বৃক্ষরোপণ কর্মসূচির কর্মকাণ্ড সুষ্ঠুভাবে পরিচালনা হচ্ছে কিনা তার খোঁজ খবর নেন। এ সময় ছিলেন জাতিসংঘ শিশু তহবিল নিউট্রেশন কর্মকর্তা আইরিন আক্তার চৌধুরী,রংপুর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর রংপুর অঞ্চলের উপ পরিচালক মোঃ আক্তারুজ্জামান, পরিচালক প্রফেসর মোঃ আব্দুল মতিন, দিনাজপুর জেলা শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম, প্রমুখ।
পরে তিনি জেলা শিল্পকলা একাডেমিতে শিক্ষার্থীদের শিক্ষার্থীদের কৈশোরকালীন পুষ্টি ও শিক্ষা প্রতিষ্ঠান পরিস্কার পরিছন্নতা (স্বাস্থ্যবিধি ) , অ্যাসাইনমেন্ট চলমান শ্রেণী কার্যক্রম বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ।