শেরপুরের নকলায় প্রায় আড়াই কেজি গাঁজাসহ ২বছরের সাঁজাপ্রাপ্ত পলাতক আসামি আজিজুল হক (৪৮) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে নকলা থানা পুলিশ। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার পাঁচকাহনিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। সে পাঁচকাহুনিয়া এলাকার মৃত. ইয়াদ আলীর পুত্র। পুলিশ জানায়, আজিজুল হক একজন মাদক কারবারি। বিভিন্ন থানায় তার বিরুদ্ধে মামলা রয়েছে। কিশোরগঞ্জের এক মাদক মামলায় আজিজুল হকের ২বছরের সাঁজা হয়। উপজেলার পাঁচকাহনিয়া এলাকায় মাদক বেঁচাকেনা হবে এমন একটি সংবাদের ভিত্তিতে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমানের নেতৃত্বে এসআই রাজীব ভৌমিক, এসএসআই শামীম ও মোজাম্মেল হক সঙ্গীয় ফোর্স নিয়ে শুক্রবার রাতে অভিযান চালায়। পরে পাঁচকাহনিয়া এলাকার নবী হোসেনের একটি পরিত্যাক্ত বাড়ির সামনে থেকে ২কেজি ৪শ’ গ্রাম গাজাসহ আজিজুলকে গ্রেফতার করে। পরে জানা যায় আজিজুল সাঁজাপ্রাপ্ত পলাতক আসামি ছিলেন এবং প্রায় সময় এই পরিত্যাক্ত জায়গাতে মাদক বেঁচাকেনা করত। নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমান গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, আজিজুলের বিরুদ্ধে এর আগেও মাদক মামলা হয়েছে। আবার সে সাঁজাপ্রাপ্ত পলাতক আসামিও ছিলেন। শনিবার দুপুরে গ্রেফতার হওয়া আজিজুলকে আদালতে পাঠানো হয়েছে।