আসন্ন শারদীয় দুর্গোৎসব স্বাস্থ্যবিধি মেনে শান্তিপূর্ণভাবে পালন করার লক্ষ্যে শেরপুরের নকলা উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে থানা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার সকালে থানা প্রাঙ্গনে ওসি মো. মুশফিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপজেলার ১৯টি পূজা কমিটির প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। পিএসআই সেলিম হোসেনের সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমান, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ইস্কান্দর হাবিব, হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের নকলা উপজেলা শাখার সভাপতি ইন্দ্রজিৎ কুমার ধর সুভাস, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দেবজিৎ পোদ্দার ঝুমুর, সাধারণ সম্পাদক অভিজিৎ কুমার বণিক অভি, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল সূত্রধর, শ্রী শ্রী কালীমাতা মন্দির পূজা মন্ডপের সভাপতি শ্রী সুরঞ্জিত কুমার বণিক প্রমুখ।বক্তারা করোনাকালীন সবাইকে স্বাস্থ্যবিধি মেনে পূজা উদযাপন ও আইনশৃঙ্খলা রক্ষায় সতর্ক থাকার পরামর্শ দেন। যে কোনো তথ্য দ্রুত পুলিশকে জানাতে বলা হয়।