নরসিংদীতে উইমেন্স চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির তিন বছর মেয়াদি কার্যনির্বাহী পরিষদের কমিটি গঠন করা হয়েছে। নব গঠিত কমিটির অভিষেক ও শপথ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো: আলী হোসেন শিশির , বিশেষ অতিথি ছিলেন সহ-সভাপতি মো: জাকির হোসেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন তাহমিনা আক্তার লাইলি , নতুন কার্য নির্বাহী কমিটির সভাপতি ড.ইঞ্জিনিয়ার মাসুদা সিদ্দিকি রোজী, সহ-সভাপতি তাহমিনা আক্তার,পরিচালক শারমিন আক্তার, পরিচালক বিলকিস বেগম, পরিচালক,শিউলী হাবিব,সহ সকল নারী উদ্যোক্তাদের নিয়ে মোট ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি আলী হোসেন শিশির বলেন, সমৃদ্ধ নরসিংদী গড়ার দৃঢ প্রত্যায় নিয়ে উইমেন্স চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এগিয়ে যাবে বহু দূর শিল্প নগরী নরসিংদী উইমেন্স চেম্বার সারা দেশের ন্যায় নরসিংদী উইমেন্স চেম্বার কে আলোকিত ও গৌরবান্বিত করবে বলে দৃঢ বিশ্বাস