বরগুনার বেতাগী শহরের কাঁচা বাজার পারলিক টয়লেট’র কেয়ারটেকার প্রতিবন্ধী লাল মিয়াকে গাজাসহ গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১১ অক্টোবর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বেতাগী ধানার উপ-সরকারী পরিদর্শক মো. আল আমিন লাল মিয়ার ব্যবহৃত হুইল চেয়ার তল্লাশী করে একটি প্লাস্টিকের বক্সের মধ্যে গাজার প্যাকেট পায়। পরে গাজাসহ লাল মিয়াকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। লাল মিয়া প্রতিবন্ধী হওয়ায় স্থানীয় লোকজন তাকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করত। মানুষের ভালবাসার আড়লে লাল দীর্ঘদিন যাবত গাজা বিক্রি করে আসছে বলে প্রত্যক্ষদর্শী একাধিক ব্যবসায়ীরা জানান।
বেতাগী থানার অফিসার ইনচার্জ কাজী শাখাওয়াত হোসেন তপু বলেন, মামালার প্রস্তুতি চলছে। লাল মিয়া কোথায় থেকে গাজা সংগ্রহ করে সেইসব তথ্য বের করার চেষ্টা চলছে।