আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোহরদী উপজেলার দৌলতপুর ইউনিয়নের উপজেলা আওয়ামী লীগের আইসিটি বিষয়ক সম্পাদক সৎ, মেহনতী মানুষের বন্ধু, জনবান্ধব নেতা, দুঃসময়ের কান্ডারী, শিল্প মন্ত্রি নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এর আদর্শে বিশ্বাসী শরিফ মাহমুদ খান বাহালু জনমত জরিপে এগিয়ে রয়েছে বলে জানা যায়।
এরই মধ্যে পাড়া মহল্লা এমনকি চায়ের দোকানেও বইছে নির্বাচনী হাওয়া। তিনি করোনা কালীন সময়ে ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দকে সাথে নিয়ে এই ইউনিয়নের ঘরে ঘরে দুঃস্থ অসহায় মানুষদের পাশে ত্রাণ দিয়ে সহায়তা করেন। অসুস্থ মানুষদের চিকিৎসা ব্যবস্থা, জনসচেতনতা মূলক লিফলেট বিতরণ করে এলাকায় দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি তার এলাকার মাদক নির্মূল করার জন্য লড়াই করে যাচ্ছেন। গড়তে চান মাদক মুক্ত সমাজ। ন্যায়কে প্রতিষ্টা করার লক্ষে ও অন্যায়কে প্রতিহত করার জন্য সর্বদা সচেস্ট থাকেন।
এলাকার সকল সামাজিক কর্মকান্ডে সক্রিয় অংশ গ্রহন করেন। এই ইউনিয়নের সর্ব স্তরের মানুষের সাথে রয়েছে তার গভীর সু সম্পর্ক। নিজ অর্থায়নে এই ইউনিয়ন এর বিভিন্ন রাস্তা ঘাট মেরামত করেন, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী শরিফ মাহমুদ খান বাহালু রাজনৈতিক জিবনে তৎকালীন বিএনপি সরকারের আমলে নবম শ্রেণির শিক্ষার্থী থাকা অবস্থায় ছাএলীগের ক্লাস কমিটি করে নজির স্থাপন করেছেন এবং মিটিং মিছিলে সক্রিয় অংশ গ্রহন করেন, ঐ সময় নিরু বাবলু ছিল সারা বাংলাদেশের ছাএ দলের অভিভাবক তাদের বিরুদ্ধে মিছিল করা তখন সত্যিই খুব ভয়াবহ ছিল।
কিন্তু তারপরও থেমে ছিল না পথচলা সেই সময় আওয়ামী লীগের রাজনিতীতে সক্রিয় ছিল বিধায় তার দোকানপাট ও পুকুরের মাছ লুট করে নিয়ে যায় বিএনপির সমর্থিত লোকজন, ২০১০ সালে প্রথম নির্বাচনে অংশ গ্রহন করেন শরিফ মাহমুদ খান বাহালু তখন তার সাথে নির্বাচন করেন নিরু বাবলুর ছোট ভাই এহসানুল হক শরীফ প্রতীক ছাড়া সেই নির্বাচনে মাত্র ৬০০ভোটের ব্যবধানে হেরে যায় বাহালু। তার পরও থেমে নেই পথচলা গত নির্বাচনে তৃণমূলের ভোটে নিবাচন হওয়ায় ছয় ভোটে হেরে যায় বাহালু এবার ও নির্বাচনে অংশ গ্রহন করার জন্য প্রস্তত্তি নিচ্ছেন তিনি।
জানাযায় করোনা মহামারীতে এই ইউনিয়নের অসহায় মানুষদের নিজ হাতে ঘরে ঘরে ত্রাণ সামগ্রী পৌছে দিয়েছে আবার অনেকে পেয়েছেন আর্থিক সহায়তা এই ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে লোকজনের সাথে কথা বলে জানাযায় আসন্ন নির্বাচনে শরিফ মাহমুদ খান বাহালু কে নৌকার মনোনয়ন দিলে বিপুল ভোটে নিবাচিত হয়ে ডিজিটাল ইউনিয়ন বির্নিমানে অগ্রণী ভূমিকা পালন করতে পারবে।
দৌলতপুর গ্রামের বাসিন্দা রহিম মিয়া কে প্রশ্ন করা হয় আগামী নির্বাচনে আপনি কাকে ভোট দিবেন উত্তরেতিনি বলেন, আমরা বিপদে যাকে কাছে পাই সে হলো বাহালু ভাই চেয়ারম্যান হিসেবে আমরা তাকেই চাই, তিনি চেয়ারম্যান না হলেও জনবান্ধব নেতা তার কোন বিকল্প নাই। অপর দিকে বর্তমান চেয়ারম্যান হাদিউল ইসলামের তৃনমুল পর্যায়ের জনগনের সাথে তেমন সম্পৃক্তা নাই নিদৃষ্ট কিছু লোক দিয়ে ইউনিয়নের সকল কর্মকান্ড পরিচালনা করে আসছে। এমনকি তার নিজ দলের লোকজনও ইউনিয়নের উন্নয়ন মুলক কর্মকান্ড অংশ নিতে পারে না তথাপি বিএনপির লোকজন অগ্রাধিকার পায় এতে ত্যাগী নেতাকর্মিরা হতাশ আসন্ন।
নির্বাচন বিষয়ে জানতে চাইলে শরিফ মাহমুদ খান বাহালু বলেন, জনগন যদি আমাকে ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করেন আমি শেখ মুজিবুর রহমানের আদর্শ কে বুকে লালন করে ও শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষে ভিশন ৪২ বাস্তবায়নে ডিজিটাল ইউনিয়ন বির্নিমানে ও অসহায় মানুষদের খেদমতে নিজেকে উৎসর্গ করতে চাই।