মাগুরার শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে ১৩ অক্টোবর বুধবার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে দু’দিনব্যাপি শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।
শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার লিউজা উল জান্নাহ প্রধান অতিথি হিসেবে এ কর্মশালার উদ্বোধন করেন।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের অধীনে সিআরভিএস ব্যবস্থার আলোকে শিক্ষার্থীদের প্রোফাইল ও ডাটাবেজ তৈরি এবং ইউআইডি নম্বর প্রদান সংক্রান্ত বিষয়ে শিক্ষক প্রশিক্ষণের আওতায় উপজেলার ৫০ টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও কম্পিউটার শিক্ষকসহ মোট ১০০ জন শিক্ষককে তিনটি গ্রুপে বিভক্ত করে এ প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ,বি,এম নকিবুল হাসান, শালিখা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল আলম, শৈলকুপা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আমিনুল ইসলাম শ্রীপুর উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার সুলতান আহমেদ, একাডেমিক সুপারভাইজার মনিরুজ্জামান, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি মুসাফির নজরুলসহ অন্যরা।