মাগুরার স্টেডিয়াম পাড়া বালুর মাঠ থেকে ঝুলন্ত অবস্থায় তুহিন (২৩) নামে কলেজ পড়ুয়া এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
২৯ অক্টোবর শুক্রবার সকাল ৬টার দিকে স্টেডিয়াম পাড়া বালুরমাঠে অবস্থিত বাঁশের নির্মিত গোলবারে তার ঝুলন্ত লাশ দেখা যায়। লাশ প্লাস্টিকের রঙ্গিন সুতায় ঝুলন্ত শরীরটি মাটিতে দাঁড়িয়ে থাকা অবস্থায় দেখতে পান ফজরের নামাজ পড়তে যাওয়া মুসলিরা। পরে স্থানীয় জনগণ মাগুরা জেলা পুলিশকে খবর দেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ২৯ অক্টোবর শুক্রবার ফজরের নামাজের সময় তুহিনের লাশ ঝুলন্ত অবস্থায় পান অনেকেই।
তুহিন (২৩) যশোরের চৌগাছা থানায় কর্মরত পুলিশ সদস্য মুজিবুর রহমানের পুত্র । তাদের গ্রামের বাড়ি মাগুরা জেলার মুহাম্মদপুর উপজেলার মাধপপুরে।
তাঁরা স্টেডিয়াম পাড়া জনৈক হাফিজার রহমানের বাড়িতে বাসা ভাড়া করে থাকতেন
মৃত তুহিনের ভাই তুষার জানান ,আমার ভাই তুহিন ঢাকা সিটি কলেজে লেখা পড়া করতো। করোনা ভাইরাস সংক্রমিত লকডাউনের সময় ঢাকা থেকে মাগুরা এসেছেন এবং সে মাগুরা এই ভাড়া বাসায় পরিবারের সদস্যদের সাথে থাকতেন। সকালে তার ঝুলন্ত শরীরটা মাটিতে দাঁড়িয়ে থাকা অবস্থায় দেখতে পান ফজরের নামাজের সময়ে এলাকার বাসিন্দারা।
এলাকার অনেকের সঙ্গেই কথা বলে জানা যায়, তুহিন মানুষের সাথে তেমন একটা মেলামেশা করতে পছন্দ করতেন না। একা চলাফেরা করতেই বেশি পছন্দ করতেন। তবে বেশ কিছু দিন যাতৎ তাকে অন্য মনষ্ক দেখেছেন বলে তারা জানান।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মন্জুর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে আমাদের প্রতিনিধিকে জানান, ছেলেটি মূলত আত্নহত্যা করেছিলো, আমাদের নিকট কেউ কোনো অভিযোগ নিয়ে আসেনি। তবে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।