মডেল ও অভিনেতা রিদওয়ান খালিদ চৌধুরীর জন্মদিন আজ। ১৯৯২ সালের ১৪ অক্টোবর দিনাজপুরে জন্মগ্রহণ করেন তিনি। রিদওয়ানের বেড়ে উঠা দিনাজপুরেই। অভিনয়শিল্পী হওয়ার স্বপ্ন নিয়ে ঢাকায় আসেন এই অভিনেতা। ২০১৮ সালে তার সে স্বপ্ন শুরু হয়। সে বছরই ক্যামেরার সামনে দাঁড়ান তিনি।
ক্যারিয়ারের শুরুর দিকে স্ট্রাগল করলেও বর্তমানে একটা জায়গায় এসে পৌঁছেছেন রিদওয়ান খালিদ। অাইএফসি ব্যাংক, ইউসিবি ব্যাংক, টালি খাতা এ্যাপ, শিওর ক্যাশ সহ বেশ কয়েকটি স্বনামধন্য প্রতিষ্ঠানের টেলিভিশন বিজ্ঞাপনে কাজ করেছেন। এছাড়াও অামার বাড়ি, বর্ণমালার মিছিল সহ বেশ কিছু কিছু নাটকেও অভিয়ন করেছেন রিদওয়ান খালিদ চৌধুরী।
বর্তমানে তিনি ব্যস্ত অাছেন নতুন বিজ্ঞাপনের কাজ নিয়ে।