1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমনিরহাটে রেলওয়ের জমি লিজ গ্রহীতাদের নিকট থেকে বছরে ২১ কোটি টাকা রাজস্ব আয় করলেও নানা হয়রানীর স্বীকার লিজ গ্রহীতারা - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঠাকুরগাঁওয়ে বক্তব্যে বলেন, শুধু নির্বাচন বা ভোটের জন্য এত মানুষ জীবন দেয়নি– উপদেষ্টা আসিফ বুয়েটে ২০২৪-২০২৫ ইং শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণীতে ভর্তির প্রাক-নির্বাচনী পরীক্ষায় অংশ নেওয়া প্রার্থীদের ফলাফলের তালিকা প্রকাশ গংগাচড়ায় জামায়াতের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র উপহার প্রদান ইমাম ও মুহতামিমের সংবাদ ভাইরাল হওয়ায় দুই সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী খোশরোজ শরীফ উপলক্ষে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ মাগুরার শ্রীপুরে বিএনপি’র প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত মাগুরায় খামারপাড়া কিন্ডারগার্ডেন স্কুলের পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী মাগুরায় জামায়াতে ইসলামীর বার্ষিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত বিএনপি’র ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু’র  প্রায় ১৭ বছর পর  মুক্তি সাইবার ইউজার দলের নারায়ণগঞ্জ মহানগর আহবায়ক কমিটি (আংশিক) ঘোষণা

লালমনিরহাটে রেলওয়ের জমি লিজ গ্রহীতাদের নিকট থেকে বছরে ২১ কোটি টাকা রাজস্ব আয় করলেও নানা হয়রানীর স্বীকার লিজ গ্রহীতারা

লাভলু শেখ স্টাফ রিপোর্টার লালমনিরহাট থেকে।
  • আপডেট টাইম : রবিবার, ১৭ অক্টোবর, ২০২১
  • ১৭৫ বার

লালমনিরহাটে বাংলাদেশ রেলওয়ে জমি লিজ গ্রহীতাদের নিকট থেকে প্রতিবছর প্রায় ২১ কোটি টাকা রাজস্ব আয় করলেও নানা হয়রানীর স্বীকার লিজ গ্রহীতারা।
লিখিত অভিযোগ ও মামলার বিবরন সূএে জানা গেছে, বাংলাদেশ রেলওয়ের এ ডিবিশনে পূর্বের হিসাব মতে, প্রায় ১০ হাজার জনগন বানিজ্যিক ও কৃষি জমি রেলওয়ের সমস্ত শত্ব পূরন করে পরিত্যক্ত ও মাস্টার প্লান ভুক্ত জমি গ্রহন করলে এখাত থেকে বাংলাদেশ রেলওয়ে বিভাগ প্রতি বছর ২০ কোটি ৪৮ হাজার ৫শত ৫৭ টাকা রাজস্ব আয় করলেও বিভাগীয় ভূ- সম্পত্তির কর্মকর্তার কার্যালয়ের কতিপয় দুর্নীতিবাজ কানুনগো ও রেলওয়ের কর্মকর্তার কারনে শত শত লিজ গ্রহীতা বর্তমানে রেলকর্তৃপক্ষের দায়ের করা কথিত মামলায় হয়রানীর স্বীকার হচ্ছেন। জানা যায়, ডিভিশনাল এস্টেট অফিসার পূর্ণেন্দু দেব যোগদানের পূর্বের শত শত লিজ গ্রহীতা ওই অফিস থেকে জমি লিজের প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে প্রতারিত হয়েছেন। তিনি যোগদানের পূর্বে কতিপয় কানুনগো রেলওয়ের জমি লিজের প্রাপ্ত রশিদ দিলেও অনেক সময় মূল রেজিস্ট্রার বহিতে না তুলে রাখায় পরবর্তী কানুনগো যোগদান করে ওই লিজ গ্রহীতার কাগজ দেখে বলেন, ইহা ভূয়া কাগজ,, এতেই বুঝা যায় দোষ করে রেলওয়ের কানুনগো ও কতিপয় কর্মকর্তা আর দোষ চাপায় দেয় লিজ গ্রহীতার উপর। লালমনিরহাট শহরের বসুন্ধরা আবাসিক এলাকার রেলওয়ের মাস্টার প্লান ভূক্ত জমি লিজ গ্রহীতা স্বনামধন্য ব্যবসায়ী শরিফ মোঃআতাউল্লা সরকার জানান, রেলওয়ের সমস্ত শত্ব পূরন করে কয়েক দাগের মাস্টার প্লান ভূক্ত জমি লিজ গ্রহণ করলেও অফিশিয়াল ক্রুটি ইচ্ছাকৃত করেছেন সংশ্লিষ্ট অফিসারা। কিন্ত ওই ব্যবসায়ীর উপর দোষ চাপিয়ে প্রাপ্ত রশিদ জালজালিয়াতি দেখিয়ে রেলকতৃপক্ষ ব্যবসায়ী শরিফ কে বিবাদী করে একটি মামলা দায়ের করেছেন। ভোক্ত ভোগী ব্যবসায়ী শরিফের অভিযোগ দুনীতির আশ্রয় নিয়ে ব্যবসায়ী আবুল কাশেমের সাথে কতিপয় রেলকর্মকর্তা যোগ সাজস করে। আমার প্রকৃত লিজ গ্রহণের কাগজ জালজালিয়াতি দেখিয়ে তারেই উপর মামলা দিয়ে হয়রানী করে আসছেন। অথচ তিনি এ পযর্ন্ত প্রায় ১০ লক্ষ টাকা রাজস্ব প্রদান করলেও তার উপর অহেতুক দোষ চাপিয়ে” উদোর পিন্ডু- বুদোর ঘারে “চাপানোর অপচেষ্টা য় লিপ্ত ডিভিশনাল এস্টেট অফিসার পূর্ণেন্দু দেব। অপরদিকে জনৈক জাকির হোসেন নামের এক লিজ গ্রহীতা কেও রেলকতৃপক্ষ মামলায় জড়িয়েছেন। কতিপয় রেলওয়ের দুনীতির বাজ কানুনগো এর কারনে শত শত লিজ গ্রহীতারা একের পর এক হয়রানীর স্বীকার হচ্ছেন। ভোক্ত ভোগীরা এসব হয়রানী থেকে মুক্তির জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম