গাজীপুর মহানগরীর শফি পুরে ডাচ্ বাংলা এজেন্ট ব্যাংকিং এর নতুন শাখার উদ্বোধন।
মঙ্গলবার(২৬অক্টোবর) গাজীপুর মহানগরের শিল্পনগরী ও আনসার একাডেমীর গুরুত্বপূর্ন এলাকা শফিপুরে ডাচ্ – বাংলা ব্যাংক লিঃ এর (এজেন্টব্যাংকিং শাখা)’র সফিপুর আউটলেট উদ্ভোধন করেন, এস এম শফিউল্লাহ্ বিপিএম,পুলিশ সুপার গাজীপুর। ওসি মনোয়ার হোসেন চৌধুরী, মোঃ আক্তারুজ্জামান সরকার ম্যানেজার ডাচ্ – বাংলা ব্যাংক সফিপুর শাখা। শোয়াইব মৃধা ম্যানেজার ডাচ্-বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং শাখা সফিপুর আউটলেট এবং বিশিষ্ট ব্যাবসায়ী মোঃ জাহাঙ্গীর আলম মন্ডল প্রমুখ।
উদ্বোধনী অনুস্ঠানে অতিথীরা বলেন, শিল্প কারখানার শ্রমিক ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষের আর্থিক লেনদেন লাঘবে বিশেষ করে ঔই এলাকার মানুষদের সুবিধা হলো এ শাখার উদ্বোধনের মার্ধ্যমে।