মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার কোলাপাড়া ইউনিয়ন এ অবশেষে নৌকার মনোনয়ন পেলেন হাজী নেছারুল্লাহ সুজন। গতকাল বুধবার বেলা ১১টায় বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে তাকে মনোনয়ন দেওয়া হয়। নৌকার মনোনয়ন পাওয়ায় তিনি বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনাকে ধন্যবাদ জানায় ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এদিকে কলাপাড়ায় পুনরায় নৌকার মনোনয়ন পাওয়ায় এক আনন্দঘন মুহূর্তে সৃষ্টি হয়। স্থানীয় নেতাকর্মীরা তাকে ফুলের মালা দিয়ে শুভেচ্ছা ও অভিবাদন জানায়। নৌকার মনোনয়ন পাওয়ার পরপরই হাজির নেছারুল্লাহ সুজন মুন্সিগঞ্জ জেলা পরিষদের সদস্য ও কোলাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এমএম উল্লাহ কিসমতে কাছ থেকে দোয়া নেন। এ সময় তার সাথে ছিলেন, জাকির হোসেন, রুবেল ইসলাম জয়, নূরনবী অন্তু ও
সম্প্রতি উপজেলা অন্যান্য ইউনিয়নের নৌকার ঘোষণা করা হলেও অজানা কারনেই ঝুলেছিল কোলাপাড়া ইউনিয়ন এর মনোনয়ন। আজ দোলওয়ায় স্থানীয় নেতাকর্মী ও জনসাধারণের সুজন কে জয়যুক্ত করবেন বলেও প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন।