মুন্সীগঞ্জের শ্রীনগরে কুকুটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়াম্যান প্রার্থী মো. বাবুল হোসেন বাবুর নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৪টায় উপজেলার বিবন্দী বাজার মাঠে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভা শুরুর পরপর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে মিসিল এসে মাঠ জন সমুদ্রে পরিণত হয়। এতে গ্রামের সাধারণ জনগনসহ বিশিষ্ঠ জনেরা মো. বাবুল হোসেনকে নির্বাচিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে। হাজী জাহাঙ্গির আলমের সভাপতিত্বে ও এডভোকেট আব্দুল মতিন উজ্জলের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন আবুল কালাম সাজ্জাদ, এডভোকেট নসিরুজ্জামান, হাজী রফিক খান, হাজী খলিলুর রহমান দেওয়ান প্রমুখ।