‘জেগে ওঠো প্রতিরোধ করো, সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াও’ এই শ্লোগানকে সামনে নিয়ে সাম্প্রদায়িক অপশক্তি, সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার সকালে শহরের পোস্ট অফিস মোড়ে সম্প্রীতি বাংলাদেশ ও বাংলাদেশ গ্রাম থিয়েটার এ কর্মসূচীর আয়োজন করে। ঘন্টাব্যাপী এ মানববন্ধনে ব্যানার, ফেস্টুন নিয়ে সংগঠনের নেতৃবৃন্দ, ঈমাম, পুরোহিত, পালক, শিক্ষকসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। এসময় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অশোক ধর, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, সম্প্রীতি বাংলাদেশ জেলা শাখার আহ্বায়ক এম সাইফুল মাবুদ, পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি এ্যাড, কানন দাস, ভাষা সৈনিক নন্দ দুলাল সাহা, বাংলাদেশ গ্রাম থিয়েটার খুলনা বিভাগীয় সমন্বয়কারী একরামুল হক লিকু, মানবাধিকার কর্মী আমিনুর রহমান টুকু, শরিফা খাতুন, সাংস্কৃতিক কর্মী রাজু আহম্মেদ মিজানসহ অন্যান্যরা। এসময় বক্তারা, সাম্প্রদায়িক অপশক্তির সন্ত্রাসী হামলা, অগ্নিসংযোগ, লুটপাটসহ বিভিন্ন অপকর্মের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাড়ানোর আহ্বান জানান। সেই সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান।