তরুণ মডেল ও অভিনেতা সাকিব ওয়াহেদ ছোটবেলায় হুমায়ূন ফরীদির অভিনয় দেখতেন আর ভাবতেন তার মতো তাকেও একদিন মানুষ চিনবে। তার সেই স্বপ্নের পথেই হাঁটছেন তিনি। এরমধ্যে বেশ কিছু নাটক, মিউজিক ভিডিওতে কাজ করেছেন।
শুরুটা ছিলো ‘ঘাসফড়িং ইন্টারটেইনমেন্ট’ এর একটা মিউজিক ভিডিও এবং দুইটা শর্ট ফিল্ম দিয়ে। তারপর রংধনু মিউজিক চ্যানেল, স্টার ফিল্ম, এসব চ্যানেলে কাজ করেছেন। তার অভিনীত টেলিভিশন নাটকের মধ্যে অন্যতম ‘কাওরান বাজার’। যেটি প্রচার হয়েছে বাংলাভিশন চ্যানেলে।
পরিচালক ইদ্রিস হায়দার পরিচালিত ‘ক্রাইসিস’ নাটকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সাকিব ওয়াহেদ।
ববর্তমানে সাকিব ব্যস্ত আছেন আহমেদ আজিম টিটু পরিচালনায় এনটিভি ধারাবাহিক নাটক জীবন সংসার এর কাজ নিয়ে।