1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আগ্রাসন বিরোধী আন্দোলনের সাহসী এক যোদ্ধার নাম শহীদ আবরার ফাহাদ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৭:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় জামায়াতে ইসলামীর ইউনিয়ন কর্মী সম্মেলন অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে আ.লীগের শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান, প্রতিবাদে বিক্ষোভ ! ঠাকুরগাঁওয়ে খুদে শিক্ষার্থীদের বিস্ময়কর প্রতিভা গুণীজনদের সম্মাননা দিলেন সোনারগাঁ মিডিয়া প্লেসক্লাব ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনা রোধে চালকদের স্বাস্থ্য পরীক্ষা ও প্রশিক্ষণ কর্মশালা ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে স্ত্রীর নির্যাতন মামলায় উপ-সহকারী মেডিকেল অফিসার বরখাস্ত ! পুঁইছড়ি নিউ জেনারেশন সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শীতবস্ত্র বিতরণ গুণীজনদের সম্মাননা দিলেন সোনারগাঁ মিডিয়া প্লেসক্লাব রাউজানের আলিখীল এলাকায় নির্বিচারে কাটা হচ্ছে টিলা ও কৃষি জমি মাগুরায় দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও সার পাচ্ছে না অনেক কৃষক!

আগ্রাসন বিরোধী আন্দোলনের সাহসী এক যোদ্ধার নাম শহীদ আবরার ফাহাদ

রাশিদুল ইসলাম |
  • আপডেট টাইম : শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১
  • ২৬৪ বার

ভারতীয় সাম্রাজ্যবাদের দালালদের হাতে নির্মমভাবে নিহত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেধাবী ছাত্র ও আগ্রাসন বিরোধী আন্দোলন সাহসী যোদ্ধা আবরার ফাহাদের দ্বিতীয় শাহাদাত বার্ষিকী আজ।
ভারতের সঙ্গে চুক্তির বিরোধিতা করে ২০১৯ সালের ৫ অক্টোবর বিকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেন বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদ।
এর জেরে পর দিন রাতে বুয়েটের শেরেবাংলা হলের ২০১১ নম্বর কক্ষে ডেকে নিয়ে তাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে ভারতের দালাল নামের কতিপয় নরপশু। পরে তার লাশ সিঁড়িতে ফেলে রাখা হয়।
মেধাবী শিক্ষার্থী আবরার কেন নৃশংস ভাবে হত্যা করা হয়েছিল! কি ছিল তার অপরাধ! তার অপরাধ ছিল ভারতীয় সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ফেসবুকে একটি স্ট্যাটাস দেওয়া। দেশের স্বার্থে ও ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে আমি কথা বলি। আমিও শহীদ আবরারে মত অপরাধী!!

সেই দিন আবরারে ফেসবুকে স্ট্যাটাসটি ছিলঃ-
===============================
১* ১৯৪৭ এ দেশভাগের পর দেশের পশ্চিমাংশেে কোন সমুদ্রবন্দর ছিল না। তৎকালীন সরকার ৬ মাসের জন্য কলকাতা বন্দর ব্যবহারের জন্য ভারতের কাছে অনুরোধ করল। কিন্তু দাদারা নিজেদের রাস্তা নিজেদের মাপার পরামর্শ দিছিলো। বাধ্য হয়ে দুর্ভিক্ষ দমনে উদ্বোধনের আগেই মংলা বন্দর খুলে দেওয়া হয়েছিল। ভাগ্যের নির্মম পরিহাসে আজ ইন্ডিয়াকে সে মংলা বন্দর ব্যবহারের জন্য হাত পাততে হচ্ছে।
২* কাবেরি নদীর পানি ছাড়াছাড়ি নিয়ে কানাড়ি আর তামিলদের কামড়াকামড়ি কয়েকবছর আগে শিরোনাম হয়েছিল। যে দেশের এক রাজ্যই অন্যকে পানি দিতে চাই না সেখানে আমরা বিনিময় ছাড়া দিনে দেড়লাখ কিউবিক মিটার পানি দিব।
৩* কয়েকবছর আগে নিজেদের সম্পদ রক্ষার দোহাই দিয়ে উত্তরভারত কয়লা-পাথর রপ্তানি বন্ধ করেছে অথচ আমরা তাদের গ্যাস দিব। যেখানে গ্যাসের অভাবে নিজেদের কারখানা বন্ধ করা লাগে সেখানে নিজের সম্পদ দিয়ে বন্ধুর বাতি জ্বালাব।
হয়তো এসুখের খোঁজেই কবি লিখেছেন-

“পরের কারণে স্বার্থ দিয়া বলি
এ জীবন মন সকলি দাও,
তার মত সুখ কোথাও কি আছে
আপনার কথা ভুলিয়া যাও।”

শহীদ আবরার ফাহাদের এই সাহসী লেখার মাধ্যমে দেশের মাটি ও মানুষের প্রতি সীমাহীন ভালো বাসা ফুটে উঠেছে। কিন্তু দেশ বিরোধী আধিপত্যেবাদের দোসরা তা সহ্যকরতে পারিনি। স্বাধীন বাংলাদেশের প্রতিবেশী দেশের এজেন্টদের হাত জীবন দিতে হলো মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদকে। আবরার জীবন দিয়ে শিখিয়ে গেছে,রক্ত দেয়া স্বাধীনতা রক্ত দিয়ে রাখতে হবে।আবরার তুমিই আগামী দিনের আমাদের প্রেরণার উৎস। #

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম