1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আন্দোলনে দুই চোখ হারানো বিএনপি নেতা শাহ্জাহানের সাথে মির্জা ফখরুলের সাক্ষাৎ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০১:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
আলেমেদ্বীন, সুবক্তা, আদর্শ শিক্ষক ও সমাজহিতৈষী মাওলানা ছৈয়দ আহমদের ইন্তেকাল, দুই দফে জানাযা শেষে দাফন রাজশাহীতে চাঁদাবাজি ও দখলদারত্ব বন্ধে কঠোর হুশিয়ারি যুবদল নেতা রবি’র “মজবুত সংগঠন কায়েম ছাড়া কল্যান রাষ্ট্র গঠন সম্ভব নয়”- সাইফুল আলম খান মিলন প্লাজমা ফাউন্ডেশনের ৯ম তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন রাউজানে শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী’র ৯ম শাহাদত বার্ষিকী পালিত বুদ্ধিবৃত্তিক সংগঠন পাটাতনের নতুন কমিটি ঘোষণা শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী’র ৯ম শাহাদাত বার্ষিকীতে পৌর কাঠ ব্যবসায়ী সমিতির শ্রদ্ধাঞ্জলি  ফাদার’স এইড বাংলাদেশ কতৃক আয়োজিত “জুনিয়র ইসলামিক স্কলার’স ট্যালেন্ট সার্চ” বৃত্তি পরীক্ষার প্রথম রাউন্ড সেনবাগ উপজেলার সকল মাদ্রাসায় একযোগে অনুষ্ঠিত হয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন অপহরণের ৭ ঘণ্টা পর এক শ্রমিক উদ্ধার ২০২৪-২৫ সেশনের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্নাতক ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে

আন্দোলনে দুই চোখ হারানো বিএনপি নেতা শাহ্জাহানের সাথে মির্জা ফখরুলের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট টাইম : রবিবার, ৩ অক্টোবর, ২০২১
  • ১৬৫ বার

২০১৫ সালে বিএনপির টানা ৩ মাসের আন্দোলনের সময় পুলিশের হামলায় আহত হয়ে দুই চোখ হারানো টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার বিএনপি নেতা আলহাজ্ব মো. শাহজাহান দেওয়ান এর সাথে সাক্ষাৎ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় বিএনপি মহাসচিব মো. শাহ্জাহান দেওয়ান এর চোখ হারানো ঘটনা শুনেন এবং তার সু-চিকিৎসার ব্যবস্থা করবেন বলে জানান। মির্জা ফখরুল বলেন, সারাদেশে বিএনপির অনেক নেতা গুম হয়েছে, অনেককে জীবন দিতে হয়েছে। অধিকাংশ নেতাকর্মী মামলায় জর্জরিত। আন্দোলনের সময় পুলিশ ও আওয়ামী বাহিনীর হামলায় অনেকে আহত হয়ে পঙ্গু হয়েছে। শাহ্জাহান দেওয়ানও পুলিশের হামলার শিকার হয়ে দুই চোখ হারিয়ে আজ মানবেতর জীবনযাপন করছে। আমি তার দীর্ঘায়ু ও সুস্থ্যতা কামনা করছি। এসময় বিএনপি মহাসচিব শাহ্জাহান দেওয়ান এর ছেলে সাংবাদিক নেতা ডি এম আমিরুল ইসলাম অমরকে মোবাইল নাম্বার ও ঠিকানা লিখে দিতে বলেন এবং সুচিকিৎসার ব্যবস্থা করবেন বলে আশ্বাস দেন।
আজ রোববার (৩ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম ও মো. শাহজাহান দেওয়ান এর ছেলে সাংবাদিক নেতা ডি এম আমিরুল ইসলাম অমরসহ বেশ কয়েকজন নেতৃতৃন্দ উপস্তিত ছিলেন।
এসময় আলহাজ্ব মো. শাহজাহান দেওয়ান বলেন, ছোটবেলা থেকেই বিএনপি দল করি। আন্দোলনে দুই চোখ হারিয়ে আমি খুব কষ্টে দিন পার করছি। কখন যে মরে যাই তার ঠিক নাই। আমি মরে গেলে আমার পরিবারের দিকে একটু খেয়াল রাখবেন। আমার ছেলে (ডি এম আমিরুল ইসলাম অমর) বিএনপি দলের জন্য নিবেদিত প্রাণ। আপনি অভিভাবকের মতো আমার ছেলের দিকে খেয়াল রাখবেন। এক পর্যায়ে কথা বলতে বলতে তিনি কান্নায় ভেঙ্গে পড়েন।
জানা যায়, ২০১৫ সালে বিএনপির টানা ৩ মাসের আন্দোলনের সময় টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলা বিএনপির মিছিলে পুলিশ লাঠি-সোঠা দিয়ে হামলা চালায়। সেই হামলায় মির্জাপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ সিদ্দিকীসহ বেশ কয়েকজন আহত হয়। সে সময় মির্জাপুর উপজেলার লতিফপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সহ-সভাপতি আলহাজ্ব মো. শাহজাহান দেওয়ান গুরুতর আহত হন। তার মাথায় ও পিঠে লাঠির আঘাত লাগে এবং পরে গিয়েও মাথায় আঘাত লাগে। এরপর সপ্তাহ খানেকের মধ্যে এক চোখের দৃষ্টি চলে যায়। পরে মাস খানেকের মধ্যে আরেকটি চোখের দৃষ্টিও চলে যায়। সেই থেকে এখন পর্যন্ত দুই চোখের দৃষ্টি হারিয়ে মানবেতর জীবনযাপন করছে করছে আলহাজ্ব মো. শাহ্জাহান দেওয়ান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম