সাভারের আশুলিয়ায় কাভার্ড ভ্যানচাপায় রুহুল আমিন নামের এক পত্রিকা বিক্রেতা কর্মীর মৃত্যু হয়েছে। তার সহকর্মী সুত্রে জানা যায় তিনি বিগত ৩৫ বছর ধরে পত্রিকা বিক্রির পেশায় নিজেকে নিয়োজিত রেখেছিলেন ।
বুধবার (২০ অক্টোবর) ভোর বেলা ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার নবীনগর বাস স্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনার শিকার হন তিনি ।
নিহত রুহুল আমিন টাঙ্গাইল জেলা সদরের বাসিন্দা। তিনি আশুলিয়ার পল্লীবিদ্যুৎ ডেন্ডাবর নতুন পাড়া এলাকায় পরিবার নিয়ে বসবাস করে আসছিলেন ।
নিহতের সহকর্মীরা এ প্রতিবেদককে বলেন, দীর্ঘ ৩৫ বছর ধরে পত্রিকা বিক্রি করে আসছিলেন রুহুল আমিন। প্রতিদিনের মতো আজও ভোরে পল্লীবিদ্যুৎ নিজ বাসা থেকে সাইকেল নিয়ে নবীনগরে যাচ্ছিলেন পত্রিকা বিক্রি করতে। জাতীয় সৃতিসৌধের পূর্বপার্শ্বে জয় রেস্তোরার সামনে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগতির কাভার্ড ভ্যান তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয় রুহুল আমিনের। এসময় স্থানীয়রা ঘাতক কার্ভাড ভ্যানটিকে আটক করে পুলিশে সোপর্দ করলেও এর চালক ও হেলপার পালিয়ে যায়।
এ বিষয়ে জানতে চাইলে সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, ঘাতক কাভার্ড ভ্যানটিকে থানা হেফাজতে রাখা হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় এ রিপোর্ট লেখা পর্যন্ত একটি এক্সিডেন্টাল ডেথ মামলা দায়েরের প্রস্তুতি চলছিলো বলে জানা গেছে ।