সম্প্রতি টেকনাফ ও কক্সবাজার জেলায় চলছে ইয়াবার রমরমা ব্যাবসা, তারই সূত্র ধরে, ইয়াবা ব্যাবসায়িরা তাদের নতুন কৌশল হিসেবে কক্সবাজার ও টেকনাফে অবস্থানরত রোহিঙ্গাদের সেবায় নিয়োজিত বিভিন্ন এনজিও সংস্থার গাড়ি ব্যাবহার করে বিভিন্ন মাদক কারবারি ও গডফাদারদের ছত্র ছায়ায় তাদের বড় বড় ইয়াবার চালান খালাস করে আসছে প্রতিনিয়ত।
এই ইয়াবার চালান তারা টেকনাফ থেকে এনজিও সংস্থার গাড়ির মাধ্যমে কক্সবাজারে পাঠায় এবং পরবর্তীতে তারা সেখান থেকে বিভিন্ন কৌশলে নিয়ে যায় ঢাকার উদ্দেশ্যে।
সূত্রে জানা গেছে যে, রোহিঙ্গাদের সেবায় নিয়োজিত এসব এনজিও সংস্থার গাড়ি চেকপোস্টে তেমন তল্লাশী না করায়, তারা এই সুবাদে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে প্রতিনিয়ত চালিয়ে আসছে তাদের ইয়াবার এই রমরমা ব্যবসা।
মাদক কারবারিদের এসব নিত্য নতুন কৌশল বন্ধ করার জন্য কক্সবাজার ও টেকনাফের বিভিন্ন এনজিও প্রশাসনের নিকট হস্তক্ষেপ কামনা করেছেন।