শরীয়তপুর সদর থানার মাহমুরপুর ইউনিয় পরিষদের নির্বাচন দ্বিতীয় ধাপে ১১ নভেম্বর ২০২১ তারিখে। সদর থানায় আওয়ামীলীগের দলীয় মনোয়ন পেয়েছেন দশ জন এদের মধ্যে একজন ইতালি প্রবাসী। মহাম্মদপুর ইউনিয়ন মোঃ শাহআলম নামে ইতালি প্রবাসী মনোনয়ন পাওয়ার পর এলাকা জুড়ে আলোচনার ঝড় বইছে। এলাকার মানুষ বিশ্বাস করতে পারছেনা এ ব্যপারটি। লোক মুখে শুনা যায় শাহ আলমের চাচা তার নামে মনোনয়ন পত্রটি কিনে পরে স্থানীয় নেতাদের মেনেজকরে কেন্দ্র পাঠানো হলে তার নামে মনোনয়ন মন্জুর হয়ে যায়। সাধারণ মানুষের প্রশ্ন যিনি ৪ বছর এলাকায় না থেকেও নমিনেশন পেতে পারে তাহলে এলাকায় থেকে মিছিল মিটিং করে আমাদের কি লাভ। দলের নেতাদের এমন সিদ্ধান্তকে আমরা মেনে নিতে পারিনা।