1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চীন-মার্কিন সম্পর্ক কোন পথে? - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০১:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ফাদার্স এইড জুনিয়র ইসলামিক স্কলারস ট্যালেন্ট সার্চ ২০২৪ (Final Round)চুড়ান্ত পর্বে বৃত্তি প্রাপ্তদের ফলাফল প্রকাশ কক্সবাজার সমুদ্র সৈকতে এক পর্যটক কে গুলি করে হত্যা আশুলিয়ায় ডিবি’র অভিযানে মলম পার্টির ৫ সদস্যকে মলম তৈরির সরঞ্জাম ও বই সহ গ্রেপ্তার চকরিয়া আবাসিক মহিলা কলেজে ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব শুরু মাগুরায় আমীরে জামায়াতের আগমন উপলক্ষে প্রস্তুতিসভা অনুষ্ঠিত জনগণের ভোটের মাধ্যমে একটি গণতান্তিক সরকার প্রতিষ্ঠা হোক -অধ্যাপক ডাঃ বাচ্চু নোয়াখালীতে তারেক রহমানের পক্ষ থেকে ৬ হাজার কম্বল পেল শীতার্ত মানুষ  মাগুরায় “তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হারবাং পহরচাঁদা ইক্বামতে দ্বীন সংগঠনের দুই দিনব্যাপী ২৪তম সীরাতুন্নবী (সঃ) মাহফিল শ্রীপুরে প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন

চীন-মার্কিন সম্পর্ক কোন পথে?

মাসুম খলিলী
  • আপডেট টাইম : বুধবার, ৬ অক্টোবর, ২০২১
  • ২২৭ বার

দুই:
বাংলাদেশ-চীন সম্পর্ক
স্বাধীনতা আন্দোলনের সময় চীনের ইতিবাচক ভূমিকা না থাকলেও পঁচাত্তর-উত্তর সময়ে এবং বিশেষভাবে সাম্প্রতিক বছরগুলোতে চীন-বাংলাদেশ সম্পর্ক এক দুর্দান্ত অবস্থায় উপনীত হয়। কেউ কেউ এখন চীনকে বাংলাদেশের ‘সর্ব-আবহাওয়া বন্ধু’ হিসেবে চিহ্নিত করছেন। চীন ১৯৭৬ সালে ঢাকার সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে। প্রতিরক্ষা সম্পর্ক ছিল সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র এবং পরে তা অন্যান্য ক্ষেত্রেও বিস্তৃত হয়। চীন এবং বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য সবসময় চীনের অনুকূলে ছিল। ২০১৯ সালে চীনের সাথে বাংলাদেশের বাণিজ্যঘাটতি ছিল ১৬.২৭ বিলিয়ন মার্কিন ডলার, যা গত দুই দশকে ১৬ গুণ বেড়েছে। ২০১৯ সালে বাংলাদেশের মোট আমদানির ৩১.১ শতাংশ চীন থেকে আসে, যা পরবর্তী বৃহত্তম অংশীদারের আমদানি থেকে দ্বিগুণেরও বেশি। সাম্প্রতিক বছরগুলোতেই বাংলাদেশে চীনা বিনিয়োগ দ্রুত বৃদ্ধি পেয়েছে। মোট বিদেশী সরাসরি বিনিয়োগ (এফডিআই) স্থিতি ২০১১ সালের শেষের তুলনায় ২০১৯-এর শেষে এসে ১০.৯ গুণ বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ চীন থেকে ১.১৫৯ বিলিয়ন মার্কিন ডলার নিট এফডিআই পেয়েছে, যা দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় প্রাপকদের মধ্যে একটি । সাম্প্রতিক বছরগুলোতে জ্বালানি খাত চীনের বিনিয়োগের সবচেয়ে বড় প্রাপক। চীন বাংলাদেশের সাথে যৌথ উদ্যোগে একক বৃহত্তম বিদ্যুৎকেন্দ্রও নির্মাণ করেছে।

জ্বালানি খাত ছাড়াও অবকাঠামো এমন একটি খাত যেখানে চীন উল্লেখযোগ্য বিনিয়োগ করেছে। চীনা বিনিয়োগ রয়েছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাংলাদেশের বন্দরগুলোতে। চীন পায়রা গভীর সমুদ্রবন্দর প্রকল্পে অর্থায়ন করছে, যার আনুমানিক ব্যয় ১১ বিলিয়ন মার্কিন ডলার থেকে ১৫ বিলিয়ন মার্কিন ডলার। বন্দরটি দেশের তৃতীয় বৃহত্তম বন্দর এবং ২০১৬ সালে এর কাজ শুরু হয়। ২০১৯ সালে, বাংলাদেশ চীনকে তার বৃহত্তম দু’টি সমুদ্রবন্দর- চট্টগ্রাম এবং মংলাতে প্রবেশাধিকার দিয়েছে। চীন মংলা বন্দরের উন্নয়নে একটি চুক্তিও স্বাক্ষর করেছে। চীন সোনাদিয়ায় একটি গভীর সমুদ্রবন্দর নির্মাণ করতে যাচ্ছিল; কিন্তু পরে ভারতের আপত্তির কারণে এটি বাতিল করা হয়। ভারতের জন্য প্রবল কৌশলগত প্রভাব রয়েছে এমন একটি বড় প্রকল্প হলো ভারত থেকে প্রবাহিত তিস্তা নদী ব্যবস্থাপনা ও পুনরুদ্ধারের জন্য বাংলাদেশকে চীনের প্রস্তাব। পরিকল্পনার মধ্যে রয়েছে ভারতীয় সীমান্তের কাছে নদীর তীরে বাঁধ নির্মাণ এবং আনুমানিক এক বিলিয়ন মার্কিন ডলার খরচ হবে, যার ৮৫ শতাংশ চীন ঋণ হিসেবে প্রদান করবে।

চীনা সংস্থাগুলো ঢাকা-চট্টগ্রাম হাই-স্পিড রেল প্রকল্প নির্মাণ ও পরিচালনায় আগ্রহ দেখিয়েছে। অন্যান্য অবকাঠামো প্রকল্পের মধ্যে চীনা আগ্রহের মধ্যে রয়েছে আটটি- বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণ, একটি পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, নদীর তলদেশের টানেল নির্মাণ, অর্থনৈতিক অঞ্চল, সিলেট বিমানবন্দরের সম্প্রসারণ এবং ফ্ল্যাগশিপ পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পসহ বিভিন্ন মহাসড়ক এবং রেল যোগাযোগ, যার আনুমানিক ব্যয় ৩.৩ বিলিয়ন মার্কিন ডলার।

চীন বাংলাদেশের অর্থনীতির অন্যান্য সেক্টর যেমন স্টক মার্কেট এবং তথ্যপ্রযুক্তি খাতেও এগিয়ে গেছে। সাংহাই এবং শেনজেন স্টক এক্সচেঞ্জের চীনা কনসোর্টিয়াম বাংলাদেশের প্রধান স্টক এক্সচেঞ্জে ২৫ শতাংশ শেয়ার কিনেছে। ডিজিটাল স্পেস একটি গুরুত্বপূর্ণ কৌশলগত স্থান যেখানে চীন উল্লেখযোগ্যভাবে বিনিয়োগ করেছে। চীন বাংলাদেশের ষষ্ঠ বৃহত্তম ডাটা সেন্টার এবং দক্ষিণ এশিয়ার প্রথম স্তরের চতুর্থ ডাটা সেন্টার নির্মাণ ও অর্থায়ন করছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে চীন ও বাংলাদেশের গভীর সহযোগিতামূলক সম্পর্ক রয়েছে।

প্রতিরক্ষা সহযোগিতা বাংলাদেশ ও চীনের সম্পর্কের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ। ২০০২ সালে, দুই দেশ প্রতিরক্ষা সহযোগিতা চুক্তিতে স্বাক্ষর করে, যার মধ্যে প্রতিরক্ষা উৎপাদনও রয়েছে। ২০১০ থেকে ২০১৯ সালের মধ্যে বাংলাদেশের অস্ত্র আমদানির প্রায় ৭৪ শতাংশ হয় চীন থেকে। চীন ট্যাংক, ফাইটার জেট, সাবমেরিন, ফ্রিগেট, জাহাজবিরোধী ক্ষেপণাস্ত্র থেকে ক্ষুদ্র অস্ত্রের সংখ্যাগরিষ্ঠতা পর্যন্ত বিভিন্ন ধরনের সামরিক সরঞ্জাম সরবরাহ করে। ২০১৪ সালে স্বাক্ষরিত একটি চুক্তি অনুসারে চীন বাংলাদেশ সামরিক বাহিনীকে প্রশিক্ষণ দেবে এবং সরঞ্জাম দেবে।

বাংলাদেশ ভারতের নিরাপত্তা উদ্বেগ এবং চীনের ওপর নির্ভরতার সমস্যা সম্পর্কে সচেতন বলে মনে হয়। এ কারণে ঢাকা ভারতের নিরাপত্তা উদ্বেগগুলো দূর করার চেষ্টা করেছে। উত্তর-পূর্ব ভারতের বিচ্ছিন্নতাকামীদের দমন করার ব্যাপারে ভারতকে ঢাকা সর্বতোভাবে সহায়তা দিয়েছে। ভারতবিরোধী মনোভাব পোষণকারী রাজনৈতিক শক্তি আর ধর্মীয় ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাপারে বিভিন্ন সময় পদক্ষেপ নিয়েছে। বাংলাদেশ এইভাবে চীন ভারত দুই শক্তির মধ্যে ভারসাম্য বজায় রাখার সূক্ষ্ম রেখায় চলার চেষ্টা করছে। এ কারণে সাম্প্রতিক বছরগুলোতে চীনের প্রভাব বৃদ্ধি সত্ত্বেও, দিল্লির নীতিনির্ধারকদের কাছে বাংলাদেশ সবচেয়ে কম সংবেদনশীল প্রতিবেশীদের মধ্যে রয়েছে বলে ভারতের অবজারভার ফাউন্ডেশনের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ভারসাম্য কি বজায় রাখা যাবে?

বাংলাদেশ জাতীয় স্বার্থ বজায় রেখে ভারত ও চীনের সাথে সমদূরত্বের কূটনীতিতে সাফল্য দেখিয়ে চলছে বলে ধারণা করা হয়। এখনকার পরিস্থিতিতে সেই ভারসাম্য কি বজায় রাখতে পারবে ঢাকা? শান্তি ও নিরাপত্তাবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের প্রেসিডেন্ট মেজর জেনারেল (অব:) আ ন ম মুনিরুজ্জামান মনে করেন, পররাষ্ট্র সম্পর্কে বাংলাদেশকে অনুসৃত ভারসাম্য বজায় রাখতে হবে সামনে। তিনি মনে করেন, ‘ভারতের সাথে আমাদের রয়েছে বিশাল সীমান্ত। চীনকেও বলা যায় নিকটের প্রতিবেশী। দুই দেশের কোনোটির দিকে না ঝুঁকেই আমাদেরকে তাদের সাথে সমদূরত্বের কূটনীতি চালিয়ে যেতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ। এ ছাড়া অন্য কোনো পন্থা নেই।’

পররাষ্ট্র সম্পর্কের ইস্যু এখন শুধু চীন বা আমেরিকার দিকে ঝোঁকা নয়। ঢাকা-দিল্লির সম্পর্কেও নানামুখী চাপ এর মধ্যে তৈরি হয়েছে। সর্বোচ্চ রাজনৈতিক পর্যায় থেকে আশ্বাস দেয়া সত্ত্বেও তিস্তাচুক্তি সম্পাদন করতে না পারা, নাগরিকত্ব আইন সংশোধন করার মতো কিছু পদক্ষেপ গ্রহণে বাংলাদেশের জনগণ হতাশ। তিস্তার হিস্যা না পাওয়ায় বাংলাদেশে নানা সমস্যা তৈরি হচ্ছে। এর নিরসনে ভারতের উদ্যোগহীনতার কারণে তাদের দিকে না তাকিয়ে বাংলাদেশ তার নিজস্ব উদ্যোগের অংশ হিসেবে তিস্তায় চীনের একটা বড় ধরনের প্রকল্পে কারিগরি সহায়তা এবং বিনিয়োগ করার প্রস্তাব বিবেচনা করছে। এই প্রকল্প বাস্তবায়িত হলে বাংলাদেশের জনগণ উপকৃত হবে। কিন্তু এই বিষয়ে তীব্র আপত্তি ভারতের।

বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ সমুদ্রবেষ্টিত রাষ্ট্র। বিশেষ করে বঙ্গোপসাগর তাৎপর্যপূর্ণ কৌশলগত বা ভূরাজনৈতিক অবস্থানে রয়েছে। চীনের বেল্ট অ্যান্ড রোড এবং মার্কিন নেতৃত্বাধীন ইন্দো-প্যাসিফিক স্ট্র্যাটেজি, কোয়াডের সমুদ্রমুখী সক্রিয়তা, দক্ষিণ চীন সমুদ্রে উত্তরোত্তর উত্তেজনা ও প্রতিযোগিতা বৃদ্ধি, এমনকি সঙ্ঘাতের বাস্তব আশঙ্কার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের মর্যাদা খুবই স্পর্শকাতর এবং গুরুত্বপূর্ণ।

যখনই কোনো পরাশক্তির বিকাশ ঘটে, তখন সাধারণত সেটি সমুদ্রের ওপর ভিত্তি করে ঘটে। চীন ও ভারত এই দুই উদীয়মান পরাশক্তির ভৌগোলিক অবস্থানের কারণে ভারত মহাসাগর খুবই গুরুত্বপূর্ণ কৌশলগত অবস্থানে রয়েছে। সে কারণে বাংলাদেশকে খুবই সাবধানে পা ফেলতে হবে বলে উল্লেখ করা হচ্ছে। কিন্তু কোনো দেশ বা ব্লকের সাথে যুক্ত না হয়ে মেরিটাইম স্ট্র্যাটেজিক নিরপেক্ষতা বজায় রাখা কি সম্ভব হবে বাংলাদেশের জন্য?

যুক্তরাষ্ট্রের সাথে এই অঞ্চলের নতুন করে একটা সম্পর্ক বা এনগেজমেন্টস তৈরি হতে যাচ্ছে। এই অঞ্চলের ক্ষুদ্র রাষ্ট্রগুলোর যে কৌশলগত গুরুত্ব রয়েছে, সেটি নতুন করে উপলব্ধিতে নিয়েছে যুক্তরাষ্ট্র। তারা দেখছে, ভারতের সাথে এই অঞ্চলে ক্ষুদ্র রাষ্ট্রগুলোর যে সম্পর্ক, সেটি কিছুটা হলেও টানাপড়েনের মধ্য দিয়ে এগোচ্ছে। এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ভারতের সাথে কৌশলগত সম্পর্ক অপরিবর্তিত রেখে ভারতের প্রতিবেশীদের সাথে দ্বিপক্ষীয় ভিত্তিতে সম্পর্ক গড়বে বলে আভাস পাওয়া যাচ্ছে।

রোহিঙ্গা ইস্যু বাংলাদেশের জন্য মরণপণ বিষয়ে পরিণত হয়েছে। এই ইস্যুতে ভারতের অবস্থান বাংলাদেশের পক্ষে পাওয়া যায়নি। বিভিন্ন সময়ে বিশ্বের বিভিন্ন পরাশক্তি মিয়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে অবস্থান নিলেও ভারত কিন্তু মিয়ানমারের সেনাবাহিনীর অনুকূলেই অবস্থান বজায় রেখেছে। ভারতীয় সেনাবাহিনীর সাথে মিয়ানমার সেনাবাহিনীর গড়ে উঠছে গভীর সম্পর্ক। অন্য দিকে চীনের কাছে মিয়ানমারের যে কৌশলগত গুরুত্ব, তার মূল্য বাংলাদেশের সাথে সম্পর্কের চেয়ে অনেক গভীর। দীর্ঘ অভিন্ন সীমান্তসহ মিয়ানমারে চীনের নানা কৌশলগত স্বার্থ জড়িত। বিশেষ করে আরাকান রাজ্যে তারা বড় একটা গভীর সমুদ্রবন্দর নির্মাণ করেছে। চীনের জ্বালানি নিরাপত্তার জন্য তা বড় ভূমিকা রাখতে পারে। তাই নিরাপত্তা পরিষদে চীন তাদের পক্ষে ভেটো দেয়। আর বাংলাদেশকে সমর্থন করে না ভারত।

রোহিঙ্গা সঙ্কট সৃষ্টি এবং এর জটিল রূপ গ্রহণে চীন ও ভারত দুই দেশের ভূমিকা ঢাকাকে আশ্বস্ত করার মতো নয়। আর এই সমস্যায় বাংলাদেশের পক্ষে সমর্থন নিয়ে পাশে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র ও মিত্ররা আর ওআইসি সদস্য দেশগুলো। একধরনের বিপরীতমুখী স্বার্থদ্বন্দ্ব নিয়ে বাংলাদেশ উভয় সঙ্কটে পড়েছে। এই সঙ্কটে বাংলাদেশ শেষ পর্যন্ত কোন পক্ষ নেবে তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তবে এর প্রভাব যে দেশের অভ্যন্তরীণ রাজনীতিতেও পড়বে তাতে সংশয় নেই। গণতন্ত্র চর্চার ব্যাপারে চীন-রাশিয়ার কিছু এসে যায় না। কিন্তু আমেরিকান এজেন্ডায় এখনো গণতন্ত্র চর্চা ও মানবাধিকার অগ্রাধিকারে রয়েছে। ইদানীং আমেরিকার সাথে বোঝাপড়ার সম্পর্ক সৃষ্টির জল্পনার সাথে সাথে সম্ভবত এ কারণে বাংলাদেশের সাধারণ নির্বাচনের জোরদার আওয়াজ শোনা যাচ্ছে। ২০১৮ সালে বাংলাদেশের নির্বাচনব্যবস্থাকে হত্যা করা হয়েছে বলে যারা অভিযোগ করেন তারা এ জন্য চীনা ভূমিকাকে বিশেষভাবে দায়ী করেন।

mrkmmb@gmail.com

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম