পাখির মত গান গাই–উড়ে যাই সুউচ্চ দিগন্তে — এই প্রতিপাদ্য বিষয় নিয়ে ঝিনাইদহের শৈলকূপায় বিশ্ব পরিযায়ী পাখি দিবস উপলক্ষে অনুষ্টিত হয়েছে আলোচনা সভা।
০৯ অক্টোবর ২০২১ শনিবার দুপুরে শৈলকূপা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা পার্থ প্রতিম শীলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিচালক এ এস এম জহির উদ্দিন আকন।
স্বাগত বক্তব্য রাখেন যশোরের বিভাগীয় সামাজিক বনকর্ম কর্মকর্তা মোঃ সাজ্জাদুজ্জামান।
মূল প্রতিপাদ্য বিষয়ের উপর আলোচনা করেন খুলনা বিভাগীয় বন কর্মকর্তা নির্মল কুমার পাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শৈলকূপা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ জাহিদুন্নবী, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আকরাম হোসেন, শৈলকূপা প্রেসক্লাবের সভাপতি এম হাসান মুসা, আশুরহাট পাখি সংরক্ষণ কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক। খুলনা বিভাগীয় বন অধিদপ্তরের মৎস্য বিশেষজ্ঞ মোঃ মফিজুর রহমানের পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন মাগুরা জেলা জীব বৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ কমিটির সভাপতি সাংবাদিক মোঃ সাইফুল্লাহ সেক্রেটারী সাংবাদিক মোঃ জাহিদুল ইসলাম জুয়েল, হরিনাকুন্ডুর আব্দুল্লাহ মারুফ, ঝিনেদার বি এম বখতিয়ার, শফিকুর রহমান, চুয়াডাঙ্গার আসাদুজ্জামান। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যশোরের সামাজিক বন বিভাগের সহকারী পরিচালক অনিতা মন্ডল, ঢাকার ফরেষ্টার মোঃ হাফিজুর রহমান, সামাজিক বন বিভাগ কুষ্টিয়ার আবু বকর সিদ্দিক।
খুলনার ব্যবস্থাপনা ও পরিকল্পনা বিভাগ এবং শৈলকূপা উপজেলা প্রসাশনের যৌথ আয়োজনে ও বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ খুলনার যৌথ সহযোগিতায় ঝিনাইদহ, মাগুরা, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা জেলার বেশ কয়েকটি সেচ্ছাসেবী সংগঠনের কয়েক শত নেতা কর্মী উপস্থিত ছিলেন।