সারা দেশে চাল, ডাল, তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির প্রতিবাদে গাইবান্ধা জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (২৬ অক্টোবর) দুপরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে ঘন্টা ব্যাপী এ কর্মসূচি পালিত হয়।
উক্ত মানববন্ধনে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবু বকর সিদ্দিক স্বপনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শাহজালাল সরকার খোকনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারন সম্পাদক মাহমুদুন্নবী টিটুল, সদর থানা বিএনপির আহ্বায়ক ওমর ফারুক সেলু, যুবদলের সভাপতি রাগীব হাসান চৌধুরী, সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক ভুট্টু, জেলা বিএনপির সাধারন সম্পাদক মোশরাফ হোসেন বাবু, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মাহমুদুল হক মামুন, শরিফুল ইসলাম, আদম সূফী লেবু, সুইচ বকসী, সদর থানা যুবদলের সদস্য সচিব খন্দকার আল আমিন, জেলা ছাত্রদলের সভাপতি খন্দকার জাকারিয়া আলম জীম, ছাত্রদলের সদর থানার আহ্বায়ক ইমাম হোসেন আলাল, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের যুগ্ন-আহ্বায়ক তাইফুর রহমান ফুয়াদ প্রমুখ।
বক্তারা বলেন. চাল, ডাল, তেল, লবন,পেঁয়াজ,মুরগী,ডিমের অস্বাভাবিক অযৌক্তিক মূল্যবৃদ্ধিতে নিম্ন আয়ের সাধারণ মানুষের জীবনে টানাপড়েন নাভিশ্বাস উঠেছে। বাজার সিন্ডিকেটের কারসাজির কারনেই নিত্যপণ্যের বাজার আজ নিয়ন্ত্রণহীন। বাজার সিন্ডিকেটের সাথে সরকারী দলের লোক জন জড়িত । যার কারনে সরকার সিন্ডিকেটদের ছাড় দিচ্ছেন । তারা আরও বলেন, সরকার অবৈধভাবে ক্ষমতাটিকে থাকার জন্য সাধারণ জনগনের কথা ভুলে গেছে। অভিলম্বে এই সরকারকে পতনের জন্য সাধারন জনকে রাজ পথে নামা আহ্বান জানান।