মানিকগঞ্জের পাটুরিয়ার ৫ নং ফেরীঘাটো ফেরী আমানত শাহ ফেরীটি দূর্ঘটনার কবলে পড়ায় দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার খ্যাত দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথের দৌলতিয়া প্রান্তেও সৃষ্টি হয়েছে তীব্র যানজটের।
আজ সকালে সরোজমিনে গিয়ে দেখা যায়,দৌলতদিয়া ফেরীঘাটের জিরো কলোমিটার থেকে প্রায় সাড়ে ৪ কিলোমিটার পর্যন্ত যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাকোর দীর্ঘ সারি রয়েছে এবং প্রায় আড়াই কিলোমিটার অংশ জুড়ে যাত্রীবাহী বাসের যানজট রয়েছে। এছাড়া ঢাকা-খুলনা মহাসড়কে যানবাহনের চাপ কমানোর জন্য দৌলতদিয়া থেকে সাড়ে ১৩ কিলোমিটার দূরে গোয়ালন্দ মোড় এলাকায় ঢাকা-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের প্রায় সাড়ে ৪ কিলোমিটার অংশ জুরে পণ্যবাহী ট্রাকের দীর্ঘসারি লক্ষ্য করা গেছে।
এদিকে পূর্বাশা পরিবহনের যাত্রী স্নেহা সাথে কথা বলে জানা যায়, ” প্রায় ৬ ঘন্টা ঘাট এলাকায় এসে বসো আছি, কিন্তু কখন ফেরীতে উঠতে পারব জানি না। এদিকে শুনলাম ঐপাশে নাকি একটি ফেরী উল্টে গেছে।”
কাভার্ড ভ্যান চালক রফিকের জানান,” আমাদের দূর্ভোগ এই ঘাট এলাকায় সবসময়ই বেশি। গত রাত ৪ টার সময় ঘাট এলাকায় এসে এখনো ফেরীতো উঠতে পারি নাই।কখন পারব তাও জানি না। তারপর আবার শুনলাম ঐ পাশের ঘাটে একটি ফেরী উল্টে গেছে। এখন কবে বা কখন যে ফেরীতে উঠত পারব জানা নাই।”
বিআইডাব্লিউটিসি কর্মকর্তা জানান,পাটুরিয়া ফেরী ঘাটের ৫ নং ঘাট কখন সচল হবে তা ঠিক ভাবে বলা যাচ্ছে না। ততক্ষণ পর্যন্ত এই পাশে যানবাহনের জট থাকবে।