রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন মো.তৌহিদুল ইসলাম। চলতি মাসের ২১ তারিখে তাকে এ ডিগ্রি প্রদান করা হয়।
তার পিএইচডি অভিসন্দর্ভ
‘Improvement of Orchid Species Through In Vitro Micropropagation and Induction of Polyploidy by Antimitotic Agents’
মো.তৌহিদুল ইসলাম খুলনা সরকারি ব্রজলাল কলেজের উদ্ভিদবিজ্ঞানের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। তিনি ১৯৯০ সালে কালিগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন। এইচএসসি পাশ করেন ১৯৯২ সালে কালিগঞ্জ মহাবিদ্যালয় থেকে। স্নাতক পাশ করেন ১৯৯৫ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে। একই প্রতিষ্ঠান থেকে ১৯৯৬ সালে স্নাতকত্তোর সম্পন্ন করেন।
মোঃ তৌহিদুল ইসলাম সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নারায়ণপুরে জন্মগ্রহন করেন। তার পিতার নাম আবু বকর সিদ্দিক।মাতার নাম তাহমিনা খানম।
মো.তৌহিদুল ইসলাম ইসলামের সহধর্মিণী
তানজিমা পারভীন ইসলামী শিক্ষা বিষয়ে স্নাতকোত্তর পর্যায়ে ১ম শ্রেণী অর্জন করে ২০১২ সালে। তার দুটি মেয়ে সন্তান রয়েছে।
একজনের নাম তামিমা তাসনিম তুলি। সে দশম শ্রেণিতে পড়ে। অন্যজন তানহা তাশরিন তমা। সে পড়ে ষষ্ঠ শ্রেণিতে।
তৌহিদুলের লেখা ৪ টি সায়েন্টিফিক আর্টিকেল
আর্ন্তজাতিক জার্নালে প্রকাশিত হয়। আরও দুটি প্রকাশের অপেক্ষায় আছে।