ইলিশ রক্ষায় রোল মডেল বরিশাল বিভাগের বরিশাল জেলায় বিগত ৫ অক্টোবর থেকে শুরু হওয়া অভিযানে বিভিন্ন ঘটনা দেশব্যাপী আলোচিত হয়ে চলেছে। মেহেন্দিগঞ্জ ও হিজলাসহ বিভিন্ন স্থানে বেপরোয়া জেলেদের আক্রমণে প্রশাসন ব্যতিব্যস্ত। এরই মধ্যে বাংলাদেশের ইলিশ উৎপাদনের দুই-তৃতীয়াংশ দখল করা ও ইলিশের প্রধান প্রজনন ক্ষেত্রগুলোর অধিকারী বরিশাল বিভাগের প্রশাসনের বিভিন্ন পর্যায়ের বড় কর্মকর্তা ও সকল বাহিনী সমন্বয়ে অভিযান পরিচালিত হয় আজ মঙ্গলবার সকাল ৮.০০ ঘটিকা থেকে ১০.৩০ ঘটিকা পর্যন্ত। মৎস্য অধিদপ্তরের বিভাগীয় উপপরিচালক আনিছুর রহমান তালুকদারের সমন্বয়ে অভিযানে অংশগ্রহণ করেন বাংলাদেশ পুলিশের বরিশাল রেঞ্জ ডিআইজি এস এম আক্তারুজ্জামান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার জনাব মোঃ আব্দুর রাজ্জাক, র্যাব-৮ এর কোম্পানী কমান্ডার জাহাঙ্গীর আলম, নৌপুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সোলায়মান হোসেন ও নৌবাহিনীর স্থানীয় ইউনিটের প্রধান।
অভিযানে ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেন বরিশাল জেলার বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রকিবুর রহমান খান। এ সময় নৌবাহিনী, র্যাব, কোস্টগার্ড, বরিশাল মেট্রোপলিটন পুলিশ ও নৌপুলিশের সদস্যরা অভিযানে অংশগ্রহণ করেন। মোট ৪টি স্পীড বোট ও দুটি ফাইটার নৌকার সাহায্যে এ যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বরিশালের জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান ও সদর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জিব সন্নামত। অভিযান সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেছেন বরিশাল বিভাগীয় মৎস্য অফিসের সহকারী পরিচালক এ. এফ. এম. নাজমুস সালেহীন।
অভিযান পরিচালনাকারী টিমটি ডিসি লঞ্চঘাট থেকে যাত্রা শুরু করে চরমোনাই হয়ে মেহেন্দিগঞ্জের চরশেফালি পর্যন্ত গিয়ে আবার একই পথে ফিরে আসে।
উল্লেখ্য, বরিশাল বিভাগে গত ১৩ দিনের অভিযানে মোট ৪১৮ জন জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড, মোট ১১.৯০৩ লক্ষ টাকা জরিমানা, ৬.৩৬৩ মে টন ইলিশ জব্দ ও ৪০.৮৭৫ লক্ষ মিটার জাল আটক করা হয়। অক্টোবরের ৫ তারিখ শুরু হওয়া ২২ দিনের এ অভিযান চলবে ২৫ অক্টোবর মধ্যরাত পর্যন্ত।