এ কথা এখন সর্বজনস্বীকৃত , অলি আহাদ না হলে হয়তো ২১ ফেব্রুয়ারির জন্মই হতো না ।”হয়তো” ব্যবহারের দরকার ছিল না ।তারপরও দরকার হলো । মতলবী ও দলীয় ক্যাডার ইতিহাসবিদদের খপ্পরে ধরাশায়ী হয়ে , যারা আজও অলি আহাদকে যথার্থ সম্মান জানাতে অতিশয় কণ্জুসপনা দেখান —- তারা যাতে কোনো কুতর্ক হাজির করতে না পারেন , সেইজন্য ।
আসল , নকল বা অর্ধনকল ভাষা সৈনিক আমাদের অনেক আছেন ।সে কারণে ভাষা সৈনিক কথা অলি আহাদের বেলায় সুপ্রযুক্ত না ।সেনাপতিকে সাধারণ পর্যায়ে নামিয়ে আনা কোনো কান্ডজ্ঞানের পরিচয় বহন করে না ।
অলি আহাদ ভাষাবীর , অলি আহাদ ভাষানায়ক ।
অলি আহাদের জীবন ও অবদান নিয়ে “ বাংলাদেশের অলি আহাদ “ শিরোনামে আমার গ্রন্থটি প্রকাশিত হয় ২০১৬ তে । স্মারক গ্রন্থের বাইরে এটিই প্রথম ও একমাত্র বই ।
অ্যাডর্ন পাবলিকেশনের সৈয়দ জাকির হোসাইন এ বইয়ের প্রকাশক ।
আজ ৯ম মৃত্যুবার্ষিকীতে বইটির কথা সবাইকে মনে করিয়ে দিয়ে , জননেতার স্মৃতির প্রতি পেশ করছি গভীর শ্রদ্ধা ।