বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে শিশু ক্যান্সার বিভাগের উদ্যোগে বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর জন্মদিন উপলক্ষে শেখ রাসেল গ্যালারি উদ্বোধন নিয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। উক্ত সংবাদ সম্মেলনে বিভাগীয় প্রধান প্রফেসর ডঃ এটিএম আতিকুর রহমান বলেন এই বিভাগে প্রতি মাসে প্রায় ১০০ রোগী ভর্তি হয় এবং চিকিৎসা নেয়। এই রোগী পৃথিবীর বিভিন্ন দেশে প্রতি রূমে এক জন রেখে চিকিৎসা দেয়া হয়। কিন্তু আমাদের দেশে প্রতি ওয়ার্ডে ১০/১৫ জন রোগী রাখতে হচ্ছে। কিন্তু রোগীর সেবা সব দিক থেকে একই রকম। এই বিভাগ প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এ পর্যন্ত প্রায় ১৫০০ রোগীকে চিকিৎসা দিয়ে সম্পূর্ণ সুস্থ করে দেওয়া হয়েছে। যারা আজ স্বাভাবিক জীবন-যাপন করতে পারছেন।১৯৯৩ সাল থেকে এই বিভাগের কার্যক্রম শুরু হয় এই বিভাগ শুধু রোগের চিকিৎসা দেয় ক্ষান্ত থাকেনি এই বিভাগ থেকে এ পর্যন্ত অনেকে পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি অর্জন করে আজ বিভিন্ন হাসপাতালে কর্মরত আছেন একই বিভাগে। বাংলাদেশের প্রায় ৮টি মেডিকেল কলেজ এ বিভাগ চালু রয়েছে। আশার দিক হলো বাংলাদেশ ও শিশু ক্যান্সার রোগীদের তৈরি ওষুধ উৎপাদন করছে । আগামীকাল বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে এই বিভাগের উদ্যোগে শেখ রাসেল স্কয়ার উদ্বোধন হতে যাচ্ছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। এ পর্যন্ত যেই শিশুর ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা সম্পূর্ণ সুস্থ হয়েছেন আগামীকাল তাদের পারফরমেন্সের অনুষ্ঠানটি সাজানো হয়েছে।