ঘটনার তারিখ ও সময়ঃ ২৩/১০/২০২১ তারিখ ০৩.০০ ঘটিকা
৪) ঘটনাস্থলঃ- ২৭ নং জাদিমুড়া ক্যাম্পস্থ (এ) এবং (বি) ব্লকস্থ এলাকা।
৫) ঘটনার বিবরনঃ-
জাদিমুড়া পুলিশ ক্যাম্পের অফিসার ও ফোর্স সহ অভিযান পরিচালনাকালীন এ/১৩ ব্লকের ব্রিজের উপর রহমত উল্লাহ নামে একজন রোহিঙ্গা পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালানোর চেস্টা করলে অভিযান পার্টি তাকে আটক করে এবং তার হেফাজত হতে ০৪ বান্ডিল পুরাতন মিয়ানমারের টাকা এবং ০৪ টি মোবাইল ফোন উদ্ধার করে, উক্ত রোহিঙ্গা অত্র জাদিমুড়া ক্যাম্প’সহ বিভিন্ন ক্যাম্পে অপরাধমূলক কার্যকলাপের সাথে লিপ্ত থাকে মর্মে জানা যায়।
৬) ভিকটিমের সংখ্যাঃ- নাই।
৭) উদ্ধারঃ- মোবাইল সেট ০৪ টি।
৮) গ্রেফতারঃ- ০১ জন।
৯) গৃহীত ব্যবস্থা ( মামলা) জিডিঃ- আটককৃত রোহিঙ্গাকে তার হেফাজতে পাওয়া মালামাল’সহ টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।###